Advertisement
Advertisement
PM Narendra Modi

‘বিভিন্ন ভূমিকায় দেশের সেবা করছেন’, ধনকড়কে অবসর জীবনের শুভেচ্ছা মোদির

সোমবার রাতে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়।

PM Modi Wishing good health to Jagdeep Dhankhar
Published by: Kishore Ghosh
  • Posted:July 22, 2025 12:51 pm
  • Updated:July 22, 2025 1:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। মঙ্গলবার তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই পদ ছেড়েছেন ধনকড়। এই অবস্থায় তাঁর সুস্থতা কামনা করে অবসর জীবনের জন্য প্রাক্তন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

সমাজমাধ্যমে ইংরাজি এবং হিন্দিতে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি পোস্ট করেছেন মোদি। তিনি লিখেছেন, “শ্রী জগদীপ ধনকড়জি ভারতের উপরাষ্ট্রপতি-সহ বিভিন্ন পদে আমাদের দেশের সেবা করার সুযোগ পেয়েছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করি।”

অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেও ধনকড়কে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের এই ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশের সন্দেহ মোদি সরকারের চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধনকড়। তাঁর কথায়, সামনে যেটুকু দেখা যাচ্ছে, পর্দার আড়ালে তার চেয়ে অনেক বড় কিছু ঘটে গিয়েছে।

এরই মাঝে জল্পনা শুরু হয়েছে, কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে। তালিকায় উঠে আসছে একাধিক নাম। যার মধ্যে সর্বাগ্রে রয়েছে নীতীশ ঘনিষ্ঠ জেডিইউ-র নেতা হরিবংশ নারায়ণ সিং। যিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। আপাতত তাঁকেই উপরাষ্ট্রপতির দায়িত্বে এনে বিহারে ভোট বৈতরণী পার করতে আগ্রাহী মোদির বিজেপি সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ