Advertisement
Advertisement
PM Modi

রাজি ছিল না পুলিশ, অবশেষে হাই কোর্ট অনুমতি দিল তামিলনাড়ুতে মোদির রোড শোয়ের

অনুমতি না দেওয়ার পিছনে দুটি কারণ দেখিয়েছিল পুলিশ।

PM Modi's Coimbatore roadshow cleared by HC
Published by: Biswadip Dey
  • Posted:March 15, 2024 7:34 pm
  • Updated:March 15, 2024 7:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রোড শোয়ের অনুমতি দেয়নি তামিলনাড়ু পুলিশ। শুক্রবার সকালেই জানিয়ে দেওয়া হয় কোয়েম্বাটোরে ৪ কিমি যে রোড শো হওয়ার কথা, তার অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু বিকেলে মোদিকে (PM Modi) শোয়ের অনুমতি দিল মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। তবে শর্তসাপেক্ষে।

Advertisement

উচ্চ আদালত তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দিয়েছে সোমবার ওই শোয়ের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করে দেওয়ার। এদিন সকালেই পুলিশ জানিয়েছিল, দুটো কারণে মোদির শোয়ের অনুমতি দেওয়া যাচ্ছে না। এর মধ্যে একটি আইনশৃঙ্খলাজনিত কারণ। অন্য কারণ, সরকারি চাকরির পরীক্ষা। সেই সঙ্গেই জানিয়ে দেওয়া হয়, কেবল বিজেপি নয়, অন্যান্য দলগুলোকেও অনুমতি দেওয়া হয়নি। কাজেই পক্ষপাতিত্বের প্রশ্ন নেই। এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে হাই কোর্ট জানায়, প্রধানমন্ত্রীর সুরক্ষার খুব সামান্য দিকই রাজ্য প্রশাসনের দায়িত্বে। কেননা তাঁর নিরাপত্তার মূল দায়িত্ব রয়েছে এসপিজি তথা স্পেশাল প্রোটেকশন গ্রুপের হাতে। যদিও পুলিশের দাবি ছিল, তাদের দায়িত্বও সমান।

[আরও পড়ুন: হাওড়া ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাসের]

এবারের লোকসভা নির্বাচনে ৩৭০ আসনে জেতার টার্গেট রেখে এগোতে চাইছে বিজেপি। আর তা ‘দাক্ষিণাত্য বিজয়’ ছাড়া যে সম্ভব নয়, সে ব্যাপারে নিশ্চিত পদ্ম শিবির। সেই কারণেই দক্ষিণে ঘন ঘন আসতে দেখা যাচ্ছে মোদিকে। সাম্প্রতিক সময়ের জন্য পঞ্চম সফরে এসেছেন প্রধানমন্ত্রী। গোটা তামিলনাড়ুতে বিজেপি শক্তিশালী না হলেও তুলনামূলক ভাবে তাদের সংগঠন কিন্তু অনেক মজবুত কোয়েম্বাটোরে। আর সেই কারণেই সেখানে রোড শো করতে চাইছেন মোদি।

[আরও পড়ুন: কীভাবে কপালে চোট মুখ্যমন্ত্রীর? ‘ধাক্কা রহস্যে’র ব্যাখ্যা দিল তৃণমূল]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ