সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরাল দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসকদলের নেতৃত্ব তো বটেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরালেন বিরোধী দলের নেতারাও। একে একে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গোটা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হয়েছে মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা।
এদিন সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম, অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি দেশকে মহান লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। আজ গোটা বিশ্ব আপনার দেখানো পথে ভারতের মতাদর্শের প্রতি আস্থা রেখেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আসাধারণ নেতৃত্বে আপনি এই জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।’
भारत के प्रधानमंत्री श्री जी को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। परिश्रम की पराकाष्ठा का उदाहरण प्रस्तुत करते हुए अपने असाधारण नेतृत्व से आपने देश में बड़े लक्ष्यों को प्राप्त करने की संस्कृति का संचार किया है। आज विश्व समुदाय भी आपके मार्गदर्शन में अपना…
— President of India (@rashtrapatibhvn)
শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ দেশবাসীর অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশবাসীর কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মোদিজি। ‘রাষ্ট্র সবার আগে’ প্রতিটি নাগরিকের কাছে এই মতাদর্শের জীবন্ত অনুপ্রেরণা প্রধানমন্ত্রী।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘কিছু অভিজ্ঞতা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ছিল তেমনই। ঝাঁসিতে তাঁর বক্তৃতায়, আমি ভবিষ্যতের নেতৃত্বের স্ফুলিঙ্গ দেখতে পেয়েছিলাম। শৃঙ্খলা, সংগঠনের প্রতি নিষ্ঠা, গভীর জ্ঞান এবং প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার সাহস – এই গুণাবলীই তাঁকে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যোগ্য নেতা করে তুলেছে।’
कुछ अनुभव ऐसे होते हैं जो इतिहास की दिशा तय कर देते हैं। प्रधानमंत्री श्री जी से जुड़ा मेरा पहला अनुभव भी ऐसा ही था।झाँसी में उनके भाषण में मैंने भविष्य के नेतृत्व की चमक देखी थी। अनुशासन, संगठन के प्रति समर्पण, गहन ज्ञान और हर चुनौती को स्वीकार करने का साहस, यही…
— Rajnath Singh (@rajnathsingh)
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শীর্ষ বিরোধী নেতৃত্বরা। মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বরা। এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দিন। অন্যদিকে, রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।’ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’
Best wishes to Prime Minister, Shri Narendra Modi Ji on his birthday.
May he be blessed with good health and long life.
— Mallikarjun Kharge (@kharge)
মাননীয় প্রধানমন্ত্রী র জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।
Greetings to Hon’ble PM Shri Ji on his birthday.
— Abhishek Banerjee (@abhishekaitc)
শুধু ভারত নয় বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি। গতকাল রাতেই মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর এদিন সকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ভিডিও বার্তায় জানান, “নমস্কার, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি… আমার এবং নিউজিল্যান্ড-জুড়ে আপনার সকল বন্ধুদের পক্ষ থেকে আপনাকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা।”
Happy birthday, Prime Minister .
— Anthony Albanese (@AlboMP)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.