সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা নিয়েও আলোচনা হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার উচ্চপর্যায়ের বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, বিদেশ সচিব হর্ষ স্রিংলা, প্রতিরক্ষা সচিব অজয় কুমার। সেখানে প্রধানমন্ত্রীকে যুদ্ধপরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বিশ্ববাজারে যুদ্ধের কী প্রভাব পড়বে, তাও জানানো হয় মোদিকে। শুধু যুদ্ধ নয়, ইউক্রেন (Ukraine Crisis) থেকে ভারতীয়দের উদ্ধারকার্য ‘অপারেশন গঙ্গা’ প্রসঙ্গেও তথ্য দেওয়া হয়।
ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও জানতে চান প্রধানমন্ত্রী। তাঁকে উত্তর-পশ্চিমাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ এবং বায়ুসেনার প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানানো হয়।
PM Modi reiterated that every effort must be made to make India self-reliant in the defence sector so that it not only strengthens our security but also enhances economic growth: Sources
— ANI (@ANI)
সূত্রের খবর, এদিনের বৈঠকে আত্মনির্ভরতা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে সমরাস্ত্র নির্মাণের পরামর্শ দেন তিনি। মোদির কথায়, “ভারতকে আত্মনির্ভর করতে সমস্তরকম চেষ্টা করতে হবে। শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, অর্থনৈতিকভাবেও আত্মনির্ভর করতে হবে।”
PM Modi took a detailed overview of global tech usage in defence sector and India’s advances in the same. He also emphasised on integrating latest technology in the country’s security apparatus: Sources
(file pic)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.