Advertisement
Advertisement
PM Narendra Modi

উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশাল মিডিয়ায় পোস্ট

দার্জিলিংয়ের পরিস্থিতি দিকে কেন্দ্র নজর সর্বদা নজর রাখছে, জানালেন মোদি।

PM Narendra Modi expresses grief and anxiety on North Bengal situation
Published by: Sucheta Sengupta
  • Posted:October 5, 2025 1:12 pm
  • Updated:October 5, 2025 1:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টির দোসর নদীগুলির জলস্ফীতি। প্রকৃতির তুমুল রোষে কার্যত তছনছ উত্তরবঙ্গ। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে ধস নেমে অন্তত চারজনের মৃত্যুর খবর মিলেছে। ভূমিধসের জেরে পাহাড়, সমতল বিচ্ছিন্ন। বেড়াতে গিয়ে হোটেলে বন্দি হয়ে আতঙ্কে প্রতি মুহূর্ত কাটাতে হচ্ছে পর্যটকদের। এই পরিস্থিতিতে উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

Advertisement
উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। জলমগ্ন জলদাপাড়ার সিসামারা জঙ্গল।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করেছেন তিনি। দার্জিলিংয়ে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন মোদি।  যাঁরা আহত, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। জানিয়েছেন, দার্জিলিংয়ের পরিস্থিতি দিকে কেন্দ্র নজর সর্বদা নজর রাখছে। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাড়াতাড়ি তার মোকাবিলা হোক, প্রার্থনা মোদির।

 

আসলে উত্তরবঙ্গে টানা বৃষ্টির পাশাপাশি ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জলও পাহাড়কে ভাসিয়েছে। জলদাপাড়ার সিসামারা জঙ্গল ও শালকুমার হাট এলাকায় ঢুকে পড়েছে নদীর জল। রিসর্ট এবং হোম স্টে-গুলিত আটকে পড়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। দার্জিলিংয়ের একাধিক পাহাড়ি রাস্তায় ধস, সেতু ভেঙে পড়ে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। সবমিলিয়ে পুজোর ঠিক পরপরই প্রকৃতির রোষে একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভারচুয়াল বৈঠক করে সমস্ত খোঁজখবর নিয়েছেন। সোমবারই তিনি উত্তরবঙ্গে যাবেন বলে জানিয়েছেন। এবার এনিয়ে উদ্বেগপ্রকাশ করল কেন্দ্রও। প্রধানমন্ত্রী নিজে এক্স হ্যান্ডলে পোস্ট করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ