Advertisement
Advertisement
Karur stampede

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ মোদি-রাহুলের, যাবতীয় পদক্ষেপের নির্দেশ স্ট্যালিনের

মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকা ছেড়ে বেরিয়ে যান বিজয়।

PM Narendra Modi expresses grief over Karur stampede
Published by: Amit Kumar Das
  • Posted:September 27, 2025 10:46 pm
  • Updated:September 27, 2025 11:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১৬ জন মহিলা, ৮ শিশু-সহ  ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৪০-এর বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনার তথ্য প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা। দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আগামিকাল সকালেই তিনি কারুর যাবেন বলে জানা যাচ্ছে।

Advertisement

দুর্ঘটনার খবর পাওয়ার পর এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’ পাশাপাশি শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের এই বিজয় মিছিলে ১০ হাজার মানুষ আসতে পারেন বলে মনে করছিলেন আয়োজকরা। সেইমতো অনুমতিও নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। তবে বাস্তবে দেখা যায়, মাত্র ১.২০ লক্ষ বর্গফুটের এই সমাবেশস্থলে ভিড় জমান ৫০,০০০-এরও বেশি মানুষ। যার জেরেই এই দুর্ঘটনা। বিজয়ের ভাষণ শেষ হওয়ার পর হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। এরপরই বিজয় বোঝেন যে পরিস্থিতি ক্রমেই মর্মান্তিক হচ্ছে। পুলিশের থেকে ওই মিছিলে আক্রান্ত ব্যক্তিরা সাহায্য চান। বিজয় নিজেও ভিড়ে আক্রান্তদের জলের বোতল দিয়ে সাহায্য করার চেষ্টা করেন। ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সের, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকা ছেড়ে বেরিয়ে যান বিজয়। শেষবার তাঁকে ত্রিচি বিমানবন্দরে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের তরফে পদক্ষেপ করা হয়েছে। মৃত ও আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা থেকে সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৎপর হয়েছে সরকার। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কারুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আগামীকাল আহতদের সঙ্গে দেখা করতে কারুর আসছেন। পাশাপাশি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ