সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম সকালে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাতসকালেই টুইট করে সমৃদ্ধি কামনা করলেন সকলের। তাও আবার খাঁটি বাংলা হরফে। টুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, “ ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।”
শুভ নববর্ষ ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
AdvertisementShubho Nabo Barsho! Greetings on Poila Boishakh. Have a wonderful year ahead, where everyone is healthy and prosperous.
— Narendra Modi (@narendramodi)
পৃথিবীর অসুখ। বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস নামের মহামারি। দেশজুড়ে চলছে লকডাউন। এই ঘরবন্দি অবস্থাতেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বাঙালি। অন্য বছরের মতো উৎসব নেই। বৈশাখীর গান নেই। নতুন বছরের শুরুতে মন্দির দর্শন নেই, পাড়ার দোকানে হালখাতা নেই। একটু মিষ্টিমুখও যেন বিলাসিতা। কিন্তু তা বলে নতুন বছরের (Bengali New Year) শুভেচ্ছা বিনিময় হবে না, সেটা তো হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাই রীতি মেনেই বাঙালি সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।
Greetings to people across India on the various festivals being marked. May these festivals deepen the spirit of brotherhood in India. May they also bring joy and good health. May we get more strength to collectively fight the menace of COVID-19 in the times to come.
— Narendra Modi (@narendramodi)
তবে শুধু বাংলার নববর্ষ উপলক্ষে নয়, আজ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব। আলাদা আলাদা করে আঞ্চলিক ভাষায় সব উৎসবেরই শুভেচ্ছা বার্তা দিয়েছেন মোদি। তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলের বিশু উৎসবের পাশাপাশি উদযাপিত হবে অসমের বিহু, মোদির শুভেছা বার্তায় ঠাই পেয়েছে সব উৎসবই। বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ঐক্যবদ্ধভাবে করোনার বিরুদ্ধে লড়াই করার শপথও নিয়েছেন প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.