Advertisement
Advertisement

Breaking News

Mumbai

দেশের ডিজিটাল মিডিয়াকে আরও মজবুত করবে মুম্বইয়ের IICT, নির্মাণে মোদির বরাদ্দ ৪০০ কোটি

ওয়েভস-২০২৫-এর মঞ্চে বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের।

PM Narendra Modi has allocated Rs 400 crore to set Indian Institute of Creative Technology in Mumbai
Published by: Biswadip Dey
  • Posted:May 1, 2025 8:33 pm
  • Updated:May 1, 2025 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বেই বাড়ছে ভারতীয় কনটেন্টের চাহিদা। এই পরিস্থিতিতে দেশের বিনোদন এবং ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও মজবুত করে তুলতে মুম্বইয়ে তৈরি হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তথা IICT। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনটাই ঘোষণা করলেন ওয়েভস-২০২৫-এর মঞ্চে। জানিয়ে দিলেন, ইতিমধ্যেই এই বাবদ ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার।

Advertisement

ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট তথা ওয়েভস নতুন ধরনের আর্থিক সুযোগ তৈরি করবে বলেও এদিন জানালেন অশ্বিনী। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারের মঞ্চে তাঁকে বলতে শোনা যায়, ”এনভিডিআইএ, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, স্টার ইন্ডিয়া, মেটা এবং অ্যাডোবের মতো টেক জায়ান্টরা আইআইসিটিকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করছে। ওয়েভস এবং আইআইসিটি বিশ্বব্যাপী সৃজনশীল বাস্তুতন্ত্রের একটি মূল কেন্দ্র হিসেবে মুম্বইয়ের ভূমিকা আরও জোরদার করবে।”

পাশাপাশি তিনি বলেন, যাঁরা সৃজনশীল জগতের সঙ্গে যুক্ত, তাঁরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে নয়া প্রযুক্তি সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করবেন তেমনই সুযোগ পাবেন বৈশ্বিক বিনিয়োগকারী ও উপভোক্তাদের সঙ্গে কাজ করার। তাঁর আশা এমন প্রয়াসে ভারতে সৃজনশীল অর্থনীতি নতুন শক্তি পাবে।

ওই প্রতিষ্ঠানটি দুই স্থানে তৈরি হবে। একটি পেডার রোডে। সেখানে যে কেন্দ্রটি তৈরি হবে সেখানে অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটি সেক্টর নিয়ে শিক্ষাদান করবে। পাশাপাশি অ্যানিমেশন ল্যাব, গেমিং ল্যাব, স্মার্ট ক্লাসরুম ইত্যাদি সুযোগসুবিধাও থাকবে। প্রকল্পের দ্বিতীয় ধাপটি গোরেগাঁওয়ের ফিল্ম সিটির ভিতরে ১০ একর ক্যাম্পাসে তৈরি করা হবে। এছাড়াও সরকার প্রকল্পের পরবর্তী পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক কেন্দ্রও গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement