সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার দেড় মাসের মধ্যে কাশ্মীরের উন্নয়নে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। বিশ্বের উচ্চতম রেলব্রিজ চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একই সঙ্গে চালু হয়ে গেল শ্রীনগর-কাটরা রেলপথও। ওই লাইনে ছুটল ‘ভারতীয় প্রগতির প্রতীক’ বন্দে ভারত এক্সপ্রেস।
চেনাব রেল ব্রিজ। বিশ্বের উচ্চতম আর্চ রেলব্রিজ। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর তৈরি হয়েছে এই ব্রিজ। ব্রিজটি স্টিল ও কংক্রিট দিয়ে এমন ভাবে তৈরি যা রিখটার স্কেলের ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতির মুখে পড়বে না। বড়সড় বিস্ফোরণেও ক্ষতির সম্ভবনা কম। রেল আধিকারিকদের কথায়, সন্ত্রাসবাদী হামলা ও ভূমিকম্পের জন্য ব্রিজে রয়েছে সুরক্ষা প্রণালী। ২০০৩ সালে বাজপেয়ী সরকার এটির অনুমোদন দেয়। ২০০৪ সালে কাজ শুরু হয়। ২০০৯ সালে হাওয়ার তীব্রতায় কাজ বন্ধ হয়ে যায়। মোদি সরকার ফের ব্রিজটির কাজ শুরু করে। ২০১৭ সালে ব্রিজের আনুষাঙ্গিক কাজ শেষ হয়। ২০২১ সালে আর্চের অংশের কাজ শুরু হয়। ২০২২ সালের আগস্টে পুরো নির্মাণ কাজ শেষ হয়।
| J&K: Prime Minister Narendra Modi waves the Tiranga as he inaugurates Chenab bridge – the world’s highest railway arch bridge.
(Video: DD)
— ANI (@ANI)
গত এপ্রিলের ১৯ তারিখ প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) এই কর্মসূচি থাকলেও আবহাওয়ার প্রতিকূলতায় সেদিন তা স্থগিত হয়ে যায়। ২২ এপ্রিল পহলগাঁও জঙ্গি হামলা। এরপর পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁন্দুর শুরু করে ভারত। কিন্তু সেই অভিযানের পরও কাশ্মীরে পর্যটকদের ফেরানো এবং কাশ্মীরবাসীর মধ্যে আস্থা ফেরানো, দুটোই চ্যালেঞ্জ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে। সেই লক্ষ্যেই শুক্রবার চেনাব ব্রিজ এবং শ্রীনগর-কাটরা রেলপথের উদ্বোধন। প্রধানমন্ত্রী জানেন, একমাত্র উন্নয়নই দুই লক্ষ্য একসঙ্গে পূরণ করতে পারে। তাৎপর্যপূর্ণভাবে ব্রিজটির উদ্বোধন করে জাতীয় পতাকা হাতে নিয়ে সেটার উপর হাঁটতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপরাজ্যপাল মনোজ সিনহা উপস্থিত ছিলেন। ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
চেনাব ব্রিজের উদ্বোধনের ফলে আজ থেকেই কাটরা পর্যন্ত রেলপথও চালু হয়ে গেল। ওই নতুন লাইনে এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চালাবে রেল। এর ফলে শ্রীনগর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে নিকটবর্তী কাটরা স্টেশনে যাওয়া যাবে মাত্র ৩ ঘণ্টায়। শ্রীনগর-কাটরা বন্দে ভারতের একটি এক্সিকিউটিভ ক্লাস-সহ সাতটি এসি চেয়ার কার থাকছে। কাটরা থেকে ট্রেনটি সকাল ৮.১০ মিনিটে ছেড়ে শ্রীনগর পৌঁছবে বেলা ১১.২০ মিনিটে। শ্রীনগর থেকে সকাল ৮.৫৫ মনিটে ছেড়ে কাটরা পৌঁছবে ১২.০৫ মিনিটে। যা পরে বুদুগাঁও পর্যন্ত সম্প্রসারেণর কথা রয়েছে। ভাড়া আপাতত ঘোষণা না হলেও ১,৫০০ থেকে ১,৬০০ টাকার মধ্যে থাকার কথা। এক্সিকিউটিভ চেয়ারকারে ২,২০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে থাকার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.