সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাতিষ্ঠানিক ধর্ম মানতেন না তিনি। তাঁর ভক্তদের মধ্যে হিন্দুরা যেমন ছিলেন, তেমনই ছিলেন মুসলমানরাও। বুধবার সেই মরমী কবি এবং সন্ত কবীর দাসের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে মোদি বার্তা দিয়েছেন, সমাজের যাবতীয় কুসংস্কার দূর করতে তাঁর (কবীরের) অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
সামাজিকমাধ্যমে মোদি লিখেছেন, “সন্ত কবীর দাসজির জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। যিনি তাঁর সমগ্র জীবন সামাজিক সম্প্রীতির জন্য উৎসর্গ করেছিলেন। তাঁর পংক্তিগুলিতে শব্দের সরলতা থাকলেও আবেগের গভীরতাও রয়েছে। সেই কারণে আজও ভারত মানসে তাঁর বিপুল প্রভাব রয়েছে। সমাজের যাবতীয় কুসংস্কার দূর করতে তাঁর অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।”
सामाजिक समरसता के प्रति आजीवन समर्पित रहे संत कबीरदास जी को उनकी जयंती पर मेरा कोटि-कोटि नमन। उनके दोहों में जहां शब्दों की सरलता है, वहीं भावों की प्रगाढ़ता भी है। इसलिए आज भी भारतीय जनमानस पर उनका गहरा प्रभाव है। समाज में फैली कुरीतियों को दूर करने में उनके योगदान को हमेशा…
— Narendra Modi (@narendramodi)
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও মন্তাজও পোস্ট করেছেন মোদি। সেখানে কবিরের একাধিক ছবি ফুটে উঠেছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে সন্ত কবীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই ছবিও ফুটে উঠেছে। এই ভিডিও মন্তাজের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মোদি দিজেই। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। ২০২৬ সালে বাংলা, অসম, তামিলনাড়ু, কেরল ও পণ্ডিচেরিতে ভোট। তার আগে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া কবিরের জন্মবার্ষিকীতে মোদির শ্রদ্ধাজ্ঞাপন তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.