সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতি থেকে বেহাল চিকিৎসা ব্যবস্থা, বেকারত্ব থেকে নারী নির্যাতন-একাধিক ইস্যুতে কার্যত কোণঠাসা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকার। এদিকে বছর ঘুরলেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। হাতে সময় থাকতেই সেই ক্ষতে মলম লাগাতে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) মঞ্চে বসিয়ে তাঁর নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সঙ্গে খোঁচা দিলেন বিরোধীদেরও। একই সঙ্গে দেড় হাজার কোটি টাকার নতুন প্রকল্পেরও শিলান্যাসের ঘোষণাও করলেন মোদি। সবমিলিয়ে বৃহস্পতিবারই উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন তিনি।
রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করতে নিজের লোকসভা ক্ষেত্র বারাণসীতে রয়েছেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাঁকে মঞ্চে বসিয়ে কোভিড পরিস্থিতি মোকাবিলায় যোগী সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় যোগী সরকার অতুলনীয় কাজ করেছে। সবচেয়ে জনবহুল রাজ্য হয়েও দেশের মধ্যে সবচেয়ে বেশি কোভিড পরীক্ষা করেছে উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি মানুষের টিকাকরণও করেছে এই রাজ্য।” চিকিৎসা ব্যবস্থার উন্নতি, মেডিক্যাল অক্সিজেনের ব্যবস্থা নিয়েও যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুথ হয়েছেন প্রধানমন্ত্রী।
Today UP is a state that does the maximum number of testings across the country. It is a state that does maximum number of vaccinations: Prime Minister Narendra Modi in Varanasi
— ANI UP (@ANINewsUP)
তাঁর এই দরাজ সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কারণ, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। নদীতে কোভিড রোগীর দেহ ভাসতে দেখা গিয়েছে। এমনকী, অক্সিজেনের অভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগী মৃত্যুর খবর এসেছে। তার পরেও কীভাবে উত্তরপ্রদেশ সরকারকে মোদি দরাজ সার্টিফিকেট দিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
এদিকে উত্তরপ্রদেশবাসীর মন জয় করতে কল্পতরু প্রধানমন্ত্রী। এদিন স্রেফ নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর জন্য দেড় হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি। সঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধনও করলেন। একইসঙ্গে বুঝিয়ে দিলেন কীভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারে এ রাজ্যের বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.