Advertisement
Advertisement
Donald Trump

‘আশা করি পণবন্দিরা মুক্তি পাবে’, নেতানিয়াহুর প্রশংসা করে গাজা শান্তিচুক্তিকে স্বাগত মোদির

গাজা শান্তিচুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং হামাস।

PM Narendra Modi welcomes agreement on first phase of Donald Trump's Gaza peace plan

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:October 9, 2025 10:01 am
  • Updated:October 9, 2025 10:18 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজা শান্তিচুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং হামাস। ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

তিনি লিখেছেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বেরও প্রতিফলন। আশা করি পণবন্দিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য বর্ধিত মানবিক ত্রাণ স্বস্তি বয়ে আনবে এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।’

প্রসঙ্গত, বুধবার ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ‘আমি গর্বিত গাজা শান্তিচুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং হামাস। এর অর্থ প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠীটি ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দেবে। পরিবর্তে ইজরায়েল গাজার কিছু অংশ থেকে তাদের সেনা তুলে নেবে।’ তিনি আরও লেখেন, ‘আরব এবং মুসলিম দেশগুলির কাছে এটি একটি গর্বের দিন। ইজরায়েল-হামাসের সংঘাত থামাতে আমি কাতার, মিশর এবং তুরস্ককের মতো মধ্যস্থতাকারী দেশগুলিকেও ধন্যবাদ জানাতে চাই।’ অন্যদিকে, হামাস একটি বিবৃতিতে জানিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে তারা চুক্তিতে রাজি হয়েছে। ইহুদি দেশটি গাজার কিছুটা অংশ থেকে তাদের সেনা তুলে নেবে। পরিবর্তে ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দেবে হামাস। গাজা শান্তিচুক্তিকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ