সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, আজ বিকাল ৫ টায় নয়াদিল্লি থেকে দেশকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। সোমবার থেকেই চালু হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি। তার আগে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেন প্রধানমন্ত্রী? অপেক্ষায় গোটা দেশ।
Prime Minister Narendra Modi will address the nation today at 5 pm.
Advertisement— ANI (@ANI)
সোমবার থেকেই দেশজুড়ে চালু হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি। সদ্য প্রায় ৯০ শতাংশ পণ্যে জিএসটির হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন ওই নয়া জিএসটি কার্যকর করার জন্য ২২ সেপ্টেম্বর দিনটা বেছে নেওয়া হয়েছে দেবীপক্ষের সূচনালগ্নের জন্য। জিএসটির নতুন হার কার্যকর হওয়ার ঠিক আগে প্রধানমন্ত্রী মোদির জাতির উদ্দেশে ভাষণ বেশ তাৎপর্যপূর্ণ। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের তাৎপর্য আরও বেড়ে যায়, সাম্প্রতিক ভুরাজনৈতিক অঙ্ক দেখলে। আমেরিকা ইতিমধ্যেই ভারতের উপর বাড়তি শুল্ক চাপিয়েছে। মার্কিন মুলুকের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা নাকি ইতিবাচক। এসবের মধ্যেই আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H1b ভিসার খরচটা অনেকটা বাড়িয়ে দিয়েছেন। আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যে আবার চিনের সঙ্গে নৈকট্য বাড়ছে ভারতের। সেটাও তাৎপর্যপূর্ণ।
তবে এসবের মধ্যেই দেশের আত্মনির্ভরতা বাড়ানোর পক্ষে সওয়াল করেছে সরকার। দেশে উৎপাদন এবং চাহিদা বাড়িয়ে মার্কিন শুল্ক নীতির পালটা দেশকে প্রস্তুত করার চেষ্টা করছে মোদি সরকার। রবিবার জাতির উদ্দেশে বার্তায় উৎসবের আগে দেশীয় বা স্থানীয় পণ্য ব্যবহারের বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। যদিও সরকারিভাবে প্রধানমন্ত্রীর দপ্তর এদিন জানায়নি ঠিক কী নিয়ে আজ ভাষণ দেবেন মোদি।
তাৎপর্যপূর্ণভাবে এদিন সকালে দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আপনাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আসন্ন দুর্গাপূজার পবিত্র দিনগুলি আমাদের সবার জীবনে আলোকময় ও উদ্দেশ্যপূর্ণ হোক। মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে নিয়ে আসুক দৃঢ় শক্তি, অশেষ আনন্দ ও সুস্বাস্থ্য।”
আপনাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আসন্ন দুর্গাপূজার পবিত্র দিনগুলি আমাদের সবার জীবনে আলোকময় ও উদ্দেশ্যপূর্ন হোক। মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে নিয়ে আসুক দৃঢ় শক্তি, অশেষ আনন্দ ও সুস্বাস্থ্য।
— Narendra Modi (@narendramodi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.