Advertisement
Advertisement
Giorgia Meloni

‘এটাই ওঁর মন কি বাত’, মেলোনির স্মৃতিকথার ভূমিকায় লিখলেন মোদি

মেলোনির বইটির ভূমিকা লিখতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেই জানিয়েছেন মোদি।

PM Narendra Modi writes foreword to Giorgia Meloni’s memoir
Published by: Biswadip Dey
  • Posted:September 29, 2025 12:47 pm
  • Updated:September 29, 2025 1:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এটাই ওঁর মন কি বাত।’ নিজের মাসিক রেডিও অনুষ্ঠানের সূত্রকে মনে করিয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির স্মৃতিকথার ভূমিকায় এমনই লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিগগিরি বইটির ভারতীয় সংস্করণ প্রকাশিত হতে চলেছে। সেই বইটির জন্যই ওই ভূমিকা লিখেছেন তিনি।

Advertisement

ভূমিকায় মোদি জানিয়েছেন, মেলোনির বইটির ভূমিকা লিখতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন তিনি মেলোনির প্রতি তাঁর ‘শ্রদ্ধা, প্রশংসা এবং বন্ধুত্বের’ উপরে ভিত্তি করেই তা লিখেছেন। মেলোনিকে ‘একজন দেশপ্রেমিক এবং সমসাময়িক অসাধারণ নেতা’ বলে উল্লেখ করতে দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত, মেলোনি লিখিত বইটির নাম ‘আই অ্যাম জর্জিয়া- মাই রুটস, মাই প্রিন্সিপালস’। আর এই ভূমিকায় মোদি জানিয়েছেন, গত ১১ বছর ধরে বহু রাষ্ট্রনেতারই সংস্পর্শে এসেছেন তিনি। প্রত্যেকের ভিন্ন ধারার জীবনযাত্রা ও সেই যাত্রার ব্যক্তিগত কাহিনিই কথায় কথায় বৃহৎ হয়ে ওঠার প্রসঙ্গটি উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মেলোনির জীবন এবং নেতৃত্ব আমাদের এই সব চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়। আশা করি এটি ভারতে একজন অসাধারণ সমসাময়িক রাজনৈতিক নেতা এবং দেশপ্রেমিকের ঝকঝকে কাহিনি হিসেবে সমাদৃত হবে। নিজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ওঁর বিশ্বাস, একই সঙ্গে বহির্বিশ্বের সঙ্গেও সমানভাবে জড়িত থাকা আসলে আমাদের নিজস্ব মূল্যবোধেরই প্রতিফলন ঘটায়।’

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে মোদির জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন ইটালির প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে জর্জিয়া মেলোনির বার্তা, ‘ভারতের প্রধানমন্ত্রীকে ৭৫তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর শক্তি, সংকল্প এবং কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের সকলের অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তিনি ভার‍তকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।” বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেলোনির সুসম্পর্ক রাজনৈতিক মহলে চর্চার বিষয়। তাঁর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে ছেয়ে গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ