Advertisement
Advertisement
Karnataka HC

পকসো আইনে যৌন নিগ্রহে অভিযুক্ত হতে পারে মহিলাও, পর্যবেক্ষণ কর্নাটক হাই কোর্টের

দেরিতে মামলা দায়ের হওয়ার যুক্তিও খারিজ করেছে আদালত।

Pocso law gender neutral say Karnataka HC
Published by: Subhankar Patra
  • Posted:August 20, 2025 9:37 pm
  • Updated:August 20, 2025 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পকসো আইনে শিশুদের উপর যৌন নিগ্রই মূল বিষয়। লিঙ্গ সেখানে গুরুত্বপূর্ণ নয়। মহিলাও অভিযুক্ত হতে পারেন। মহিলা অভিযুক্ত হলেই মামলা খারিজ করা করা যায় না। দেরিতে মামলা দায়ের হলেও, সেই মামলা গ্রহণযোগ্যতা হারায় না। একটি পকসো মামলার শুনানিতে এমনই স্পষ্ট করে জানিয়ে দিল কর্নাটক হাই কোর্ট।

Advertisement

ঘটনাটি বেঙ্গালুরুর। ২০২০ সালে ৪৮ বয়সি এক মহিলা তাঁর প্রতিবেশির ১৩ বছরের সন্তানকে লাগাতার যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ ওঠে। মামলা দায়ের করা হয় গতবছরের শুরুতে। মহিলা তাঁর বিরুদ্ধে হওয়া মামলা খারিজের আবেদন নিয়ে দ্বারস্থ হন কর্নাটকের উচ্চ আদালতে। সম্প্রতি সেই মামলার শুনানি হয়।

আদালতে অভিযুক্ত মহিলার আইনজীবী জানান, পকসো আইনে তাঁর মক্কেলকে অভিযুক্ত করেছে পুলিশ। কিন্তু এই আইন শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই লাঘু। এর স্বপক্ষে যুক্ত দিয়ে তিনি জানান, আইনের অনেক জায়গায় অভিযুক্তকে ‘হি’ বলা হয়েছে। আইনজীবীর যুক্তি খারিজ করে আদালত জানিয়েছে এই আইনে অপরাধ শুধু পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এর স্বপক্ষে আইনের ধারাও উল্লেখ করেছেন বিচারপতি। এরপরে মহিলার আইনজীবী দেরিতে অভিযোগ হয়েছে বলেও তুলেও ধরেন। সেই যুক্তিও খারিজ করে দিয়েছে আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement