মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি কৈলাশ মাকওয়ান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ধর্ষণের ঘটনা মাত্রাছাড়া আকার নিয়েছে। গুরুতর এই পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তায় ব্যর্থ পুলিশ এবার গোটা ঘটনার দায় চাপাল ইন্টারনেট-মোবাইল ও মদ্যপায়ীদের উপর। ধর্ষণের কারণ হিসেবে মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি কৈলাশ মাকওয়ান জানালেন, সামাজিক অবক্ষয়ই এই ঘটনার নেপথ্যে। একা পুলিশ কীভাবে সামলাবে?
মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডিজিপি। সেখানে রাজ্যে ধর্ষণের ঘটনা বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “ধর্ষণের ঘটনা এভাবে বেড়ে যাওয়ার নেপথ্যে অনেকগুলি কারণ রয়েছে। আমার মনে হয়, এই সময়ে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে অশ্লীল কনটেন্ট। মদ্যপানের বাড়বাড়ন্ত বেড়েছে। মানুষ মোবাইলের মাধ্যমে সহজে যে কোনও জায়গায় যোগাযোগ করতে পারছেন। এইসব ঘটনার জেরে মূল্যবোধের মৃত্যু হয়েছে, সমাজে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে। যুব সমাজের মনে এর খারাপ প্রভাব পড়ছে, যা ধর্ষণের ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। পুলিশ একা আর কী করবে? শুধুমাত্র পুলিশের দ্বারা এই সমস্যার সমাধান হবে এমনটা ভাবা ভুল।
একইসঙ্গে অভিভাবকদের সতর্ক হওয়ার বার্তা দিয়ে মাকওয়ানা বলেন, “আগে সন্তানরা তাদের অভিভাবকদের কথা শুনত, শিক্ষকদের সম্মান করত, সমাজে একটা ভয়ের পরিবেশ ছিল। যা পুরোপুরি মুছে গিয়েছে।” তাঁর মতে, অভিভাবকরা তাদের সন্তানদের উপর নজর রাখেন না। লজ্জা, সম্মান এইসব হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। এই পরিস্থিতি সামাল দিতে গেলে সামাজিকভাবে সংশোধন দরকার। যদিও পুলিশ কর্তার এই মন্ত্রব্য প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। কেউ তাঁকে সমর্থন করেছেন, তো কেউ আবার অভিযোগ করেছেন প্রশাসনের ব্যর্থতা আড়াল করতে প্রযুক্তিকে দায়ী করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.