সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসিন নামে ওই পাকচরকে রাজস্থানের দীগ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে একাধিক ভারতীয় সিম পাচার করতেন তিনি।
দিনকয়েক আগেই হাসিনের ভাই কাসিমকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির আভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ১৫ বছর আগে আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়েছিলেন হাসিন। এরই মধ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ হয় তাঁর। এরপর গত ৪ থেকে ৫ বছর ধরে পাকগুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছর তাঁর ভাই কাসিমের মাধ্যমে একাধিক ভারতীয় সিম পাকিস্তানে পাঠিয়েছিলেন। পাশাপাশি পাকিস্তানি হ্যান্ডেলারদের কাছে দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য পাচার করত।
পুলিশ সূত্রে খবর, কাসিমকে জিজ্ঞাসাবাদ করে হাসিনের নাম জানা যায়। তদন্তকারী আধিকারিকদের কাসিম জানিয়েছিলেন, পাক হ্যান্ডেলাররাই কাসিমকে বলেছিল যে তাঁর দাদা হাসিন পাকিস্তানের হয়ে কাজ করে। এর পরেই দুই ভাই একসঙ্গে পাকিস্তানের হয়ে চরবৃত্তির কাজ শুরু করে।
উল্লেখ্যে, অপারেশন সিঁদুরের পর গোয়েন্দারা জানতে পারেন দেশজুড়ে একাধিক পাক গুপ্তচর লুকিয়ে রয়েছে। যাঁরা দেশের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার কাজ করছে। এরপরেই সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়। তারপর দেশের একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.