Advertisement
Advertisement

Breaking News

Hyderabad

হায়দরাবাদে বিস্ফোরণের ছক ISIS-এর! বানচাল করল পুলিশ, জালে দুই জঙ্গি

যৌথ অভিযানে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে অন্ধ্র ও তেলেঙ্গানা পুলিশ।

Police arrested Two ISIS terorist from Hyderabad

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 19, 2025 12:34 pm
  • Updated:May 19, 2025 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে বড়সড় বিস্ফোরণের ছক আইসিসের! যৌথ অভিযানে ISIS-জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করল অন্ধ্র ও তেলেঙ্গানা পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রথমে বিজয়নগর থেকে সিরাজকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে সমীরের নাম জানতে পারে পুলিশ। এরপর হায়দরাবাদ শহরে লুকিয়ে থাকা সমীরকে পাকড়াও করা হয়। অভিযুক্তরা শহরে বিস্ফোরণের পরিকল্পনা করছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Advertisement

তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ জানতে পারে, সৌদি আরবের ISIS-মডেলের সঙ্গে যুক্ত দুই জঙ্গি শহরে লুকিয়ে রয়েছে। এমনকী তারা একাধিক জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা করছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সিরাজ বিজয়নগরে বিপুল বিস্ফোরক সংগ্রহ করেছিল। তার বাড়ি থেকে অ্যামোনিয়া, সালফার-সহ একাধিক বিস্ফোরক উদ্ধার হয়েছে।

এদিকে এই দুই জঙ্গির গ্রেপ্তারির পর শহরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্টেশন, বিমানবন্দর-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। পহেলগাঁও হামলার পর সীমান্তের রাজ্যগুলি ছাড়াও দেশের বিভিন্ন বড় শহরে তল্লাশি অভিযান চালাচ্ছেন গোয়েন্দা আধিকারিকরা। এনআইএ পাঞ্জাবের ১৫টি জায়গায় তল্লাশি চালায়। এরই মধ্যে হায়দরাবাদ থেকে ISIS জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। প্রাণ যায় ২৬ জন নিরীহ মানুষের। এই নৃশংস ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে নয়াদিল্লি। অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। এদিকে জম্মু ও কাশ্মীরে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়ছে। এরই মধ্যে দেশের একাধিক জায়গা থেকে পাক চর গ্রেপ্তারের খবর মিলছে। এবার নাশকতার আগে দুই ISIS জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement