Advertisement
Advertisement
DK Shivakumar

বেঙ্গালুরুর রাস্তা খানাখন্দে ভরা, বিতর্কের মুখে উপমুখ্যমন্ত্রী বললেন, ‘ও তো প্রকৃতির তৈরি’

শিবকুমারের 'দায়সারা মানসিকতা'কে কাঠগড়ায় তুলছে বিজেপি।

Potholes Caused By Nature, DK Shivakumar amid backlash over Bengaluru Roads

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2025 2:23 pm
  • Updated:September 20, 2025 2:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর রাস্তা ভর্তি খানাখন্দ। ক্ষোভ বাসিন্দাদের মধ্যে। সোশাল মিডিয়ায় নিন্দেমন্দ শুনতে হচ্ছে সরকারকে। চাপের মুখে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার যে সাফাই দিলেন, সেটা আবার রীতিমতো হাস্যকর। শিবকুমার কর্নাটকের উপমুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি বেঙ্গালুরু উন্নয়ন মন্ত্রী। তিনি বলছেন, “এই খানাখন্দ তো আর আমরা তৈরি করিনি। এ তো প্রকৃতির তৈরি।” ডিকে-র সাফাইয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক হচ্ছে।

Advertisement

বেঙ্গালুরুর রাস্তা এমনিতেই ট্রাফিকের জন্য বিখ্যাত। ব্যস্ত সময়ে বেঙ্গালুরু বিশ্বের মন্থরতম শহরের মধ্যে অন্যতম। সেই ব্যস্ত ট্রাফিকের সঙ্গে ইদানিং যুক্ত হয়েছে রাস্তার খানাখন্দ। বেঙ্গালুরুর রাস্তায় নাকি দু’পা পেরোতে না পেরোতেই ছোট-বড় খানাখন্দ। সমস্যায় জর্জরিত বাসিন্দারা নিয়মিত ক্ষোভ উগরে দিচ্ছেন সোশাল মিডিয়ায়। এর মধ্যে এই পথের খানাখন্দ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে। স্বাভাবিকভাবেই চাপে রাজ্যের কংগ্রেস সরকার। যদিও কংগ্রেসের দাবি, বিজেপি এই পথের গর্ত নিয়ে অহেতুক রাজনীতি করছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও করেছেন বিজেপি কর্মীরাই।

বিতর্কের মধ্যে শিবকুমারের সাফাই, “আমরা ৭ হাজার খানাখন্দ ঠিক করেছি। আরও ৫ হাজার বাকি আছে। পুলিশকে এ নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছি। সাধারণ নাগরিকরাও খানাখন্দের রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে দিচ্ছে।” কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর দাবি, “বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। সেটা করতেই পারে। ওরা রাস্তা অবরোধ করুক, পুলিশের সঙ্গে ঝামেলা করুক। আমরা কাজ করছি। এই খানাখন্দ প্রকৃতির তৈরি। কেউই এভাবে খানাখন্দ তৈরি করতে চায় না।”

বিজেপি অবশ্য বলছে, ডিকের এই সাফাই দায়সারা মানসিকতার পরিচয়। তিনি আসলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। নেটদুনিয়াও উপমুখ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট নন। অনেকেই তাঁকে কাঠগড়ায় তুলছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ