সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাওয়ার গ্রিড বিপত্তির জের। রবিবার দীর্ঘক্ষণ অন্ধকারে ডুবে থাকল মুম্বইয়ের একটা বড় অংশ। ব্যাহত হল লোকাল ট্রেন পরিষেবাও। যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হল বাণিজ্যনগরীর বাসিন্দাদের।
Due to tripping of MSEB 220kv Transmission line on Mulund -Trombay the power supply to most of the parts Mumbai has affected: Brihanmumbai Electricity Supply and Transport (BEST) PRO
Advertisement— ANI (@ANI)
রবিবার সকালে হঠাৎই মুম্বইয়ের বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট এলাকা। আন্ধেরি এবং চার্চগেটের মধ্যে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় থমকে যায় বহু লোকাল ট্রেন। রবিবার হওয়ায় অফিস যাত্রীদের তেমন ভিড় ছিল না। তা সত্ত্বেও বহু মানুষকে এদিন ভোগান্তির শিকার হতে হয়।
On Sunday at roughly 9.49 AM. Power was cut off in most parts of , but it was restored by 10.53 AM.
— Vikas Mishra (@vikasdmishra0)
নাগরিকদের সমস্যার জন্য দুঃখপ্রকাশ করেন বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার ইকবাল সিং চাহাল। তাঁর বক্তব্য, মুম্বই শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্টে কিছু সমস্যা দেখা দেওয়ায় শহর অন্ধকারে ডুবেছে। তাঁর বক্তব্য, মুলুন্দ-ট্রম্বের টাটা বিদ্যুৎ কেন্দ্রের এমএসইবি ২২০ কেভি ট্রান্সমিশন লাইন বসে যাওয়ায় মুম্বইয়ের বেশির ভাগ জায়গায় বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট জানিয়েছে, “টাটা বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
বৃহৎন্মুম্বই পুরসভার তরফে টুইট করে জানানো হয়েছে, কিছু কারিগরী সমস্যার জন্য শহরের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। এই সমস্যার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। এই টুইটের কিছুক্ষণ পরই অবশ্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। সকাল ১১টা নাগাদ শহরের সব অংশেই স্বাভাবিক হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। আপাতত সব লাইনে চলছে লোকাল ট্রেনও।
Power failure in Mumbai is a grave issue.
Earlier also the power supply to was disturbed.
Is anybody trying to sabotage?
A serious investigation is needed.
— Saleem Sarang (@Sarangsspeaks)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.