সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে নির্বাচনী লড়াই থেকে পিছু হটলেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। বুধবার তিনি ঘোষণা করে দিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। বরং দলের স্বার্থে প্রার্থীদের জেতানোই তাঁর মুখ্য ভূমিকা হতে চলেছে এই নির্বাচনে। একইসঙ্গে ভোটকুশলীর ভবিষ্যদ্বাণী এবারের নির্বাচনে নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছে এনডিএ।
বুধবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। দল সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনী রণকৌশল সাজানোই হবে আমার মুখ্য ভূমিকা। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে দলের ক্ষতি হবে। বরং এখন যে কাজটা করছি সেটাই করে যেতে চাই।” জন সুরজের ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী পিকে আরও জানান, “এই নির্বাচনে দলের ১৫০টির কম আসন পাওয়া আমাদের জন্য পরাজয়ের সামিল। এমনকী এটা যদি ১২০-৩০ হয় সেটাও আমাদের জন্য পরাজয়। আমরা ভালো ফল করলে বিহারকে দেশের সেরা ১০টি উন্নত রাজ্যের মধ্যে একটি হিসেবে গড়ে তুলব। আর যদি ভালো ফল না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে মানুষ আমাদের প্রতি আস্থা হারিয়েছে। মানুষের আস্থা ফেরাতে তৃণমূল স্তরে গিয়ে রাজনীতি চালিয়ে যেতে হবে আমাদের।”
জন সুরজ পার্টির প্রধান বলেন, “দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে রাজ্যে নতুন আইন প্রণয়ন করা হবে। যার অধীনে ১০০ জন দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে মামলা দায়ের হবে। জন সুরজ ক্ষমতায় আসা মানে সেই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য খারাপ দিন শুরু হয়ে যাবে।” এছাড়া এই নির্বাচনে এনডিএ-র হারের পূর্বাভাস দিয়ে পিকে জানান, “২৫টি আসনে জিততেও হিমশিম খেতে হবে নীতীশের জেডিইউকে। ওদের ভবিষ্যৎ জানতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। বিহারে কোনওভাবেই ক্ষমতায় আসতে পারবে না এনডিএ এবং নীতীশ কুমারও আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।”
উল্লেখ্য, কমিশনের ঘোষণা অনুযায়ী বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে। নির্ঘণ্ট প্রকাশের পর জন সুরজ ঘোষণা করেছে এবার বিহারে ২৪৩ আসনেই লড়তে চলেছে তারা। দু’দফায় এখনও পর্যন্ত ১১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে পিকের দল। প্রশান্ত কিশোর নিজে ঘোষণা করেছিলেন এই নির্বাচনে প্রার্থী হবেন তিনি। যদিও শেষবেলায় সিদ্ধান্ত বদল করলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.