Advertisement
Advertisement
Mumbai

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা বাংলাদেশি তরুণী! পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন হাসপাতাল থেকে

ভারতীয় পাসপোর্ট পেতে জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Pregnant Bangladeshi prisoner escaped from Mumbai Hospital

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:August 16, 2025 10:58 am
  • Updated:August 16, 2025 10:58 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের জেজে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন এক বাংলাদেশি বন্দি। তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় সেখানে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার বিকেল থেকে আর দেখা মেলেনি তাঁর। ইতিমধ্যেই তাঁর খোঁজে বাণিজ্যনগরী জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় পাসপোর্ট পেতে জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করার। গত ৭ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম রুবিনা ইরশাদ শেখ। বয়স ২৫। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট আইন কিংবা বিদেশি আইনে একাধিক ধারায় অভিযোগ রয়েছে। বাইকুলার মহিলা সংশোধনাগারে তাঁকে বন্দি রাখা হয়েছিল। কিন্তু জ্বর, সর্দিকাশি ও ত্বকে সংক্রমণের মতো একাধিক উপসর্গ নিয়ে ১১ আগস্ট তাঁকে ভর্তি করা হয় জেজে হাসপাতালে। যেহেতু তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, তাই সেই সংক্রান্ত চেক আপও দরকার ছিল। কিন্তু ১৪ আগস্ট বিকেলে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পুলিশের দাবি, এক কনস্টেবলকে ধাক্কা মেরে দ্রুত হাসপাতাল থেকে অন্তর্হিত হন ওই মহিলা। হাসপাতালের ভিড়ের সুযোগেই দ্রুত তিনি সেখান থেকে সরে পড়েন।

পুলিশ ইতিমধ্যেই পলাতক বন্দিকে খোঁজা শুরু করেছে। চলছে তল্লাশি। সম্ভাব্য সব উপায়েই চেষ্টা করা হচ্ছে। এদিকে কীভাবে পুলিশ থাকা সত্ত্বেও ওই বন্দি পালাতে পারল তা নিয়ে উঠছে প্রশ্ন। একজন বন্দিকে জেল থেকে হাসপাতালে ভর্তি করার পর কেন বাড়তি নজরদারি চালানো হল না তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ