Advertisement
Advertisement
Odisha

বিজেপিশাসিত ওড়িশায় বেহাল রাস্তা, আটকে গেল অ্যাম্বুল্যান্সের চাকা, বাঁশের ঝোলায় চেপে হাসপাতালে প্রসূতি

ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Pregnant Odisha Woman Carried 10 km On Shoulders Due To Bad Roads
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 8, 2025 2:01 pm
  • Updated:July 8, 2025 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক বিজেপিশাসিত রাজ্যে বেহাল অবস্থা প্রকাশ্যে। রাস্তার বেহাল দশার কারণে এগোতে পারল না অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে প্রসববেদনাগ্রস্ত মহিলাকে বাঁশের ঝোলায় নিয়ে পায়ে হেঁটে ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাসপাতালে পৌঁছলেন রোগীর পরিজনরা।

Advertisement

রবিবার বিকালে এমন ঘটনাটি ঘটেছে ওড়িশার ভোজগুড়া গ্রামে। যে মহিলাকে বাঁশের ঝোলায় করে নিয়ে যাওয়া হয়, তাঁর নাম সুনাই। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বরিবার দুপুরের পর প্রসববেদনা অনুভব করেন সুনাই। হাসপাতালে যাওয়ারর জন্য তড়িঘড়ি একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুল্যান্সকে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেশ কিছুটা গিয়েই আটকে যায় চাকা।

যে জায়গায় অ্যাম্বুল্যান্সটি আটকে যায় সেখান থেকে হাসপাতালের দূরত্ব ছিল ১০ কিলোমিটার। তাই একটি বাঁশের মধ্যে চেয়ার বেঁধে তাতে বসিয়ে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। এরই মধ্যে কোনও মতে কর্দমক্ত রাস্তা পেরিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের পৌঁছয় অ্যাম্বুল্যান্সটি। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার সন্ধ্যায় একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। এদিকে এই ঘটনা ওড়িশার নাগরিক পরিষেবার বেহাল অবস্থাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শাসিত সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement