হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: দুদিনের কর্মসূচিতে উত্তরপ্রদেশ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১ জুলাই ভাটহাটের পিপড়িতে নবনির্মিত মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন তিনি। এই ঐতিহাসিক সফরকে ঘিরে যোগী রাজ্যে তুঙ্গে প্রস্তুতি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে উত্তরপ্রদেশের গোটা পূর্বাঞ্চল। রাষ্ট্রপতির এই সফরকে স্মরণীয় করে তুলতে তৎপর যোগী প্রশাসন।
মুখ্যমন্ত্রী যোগী এদিন হেলিকপ্টারে করে আয়ুষ বিশ্ববিদ্যালয়ের বিশাল প্রাঙ্গণ ঘুরে দেখেন। পরে তিনি পায়ে হেঁটে অনুষ্ঠানের মূল মঞ্চ, রাষ্ট্রপতির আগমনের পথ, বৃক্ষরোপণের নির্দিষ্ট স্থান, ভিআইপিদের জন্য প্রস্তুত সুইস কটেজ, দর্শক গ্যালারির সমস্ত অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে ওইদিন বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী জানান, ‘নিরাপত্তা ব্যবস্থায় যেন বিন্দুমাত্র ত্রুটি না থাকে, সে ব্যাপারে প্রশাসন তৎপর।’ একই সঙ্গে সমগ্র বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে পরিচ্ছন্নতার উপরও জোর দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য পর্যাপ্ত পানীয় জল, স্যানিটেশন এবং পার্কিংয়ের সুব্যবস্থা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
উদ্বোধনের দিন রাষ্ট্রপতির হাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভেষজ উদ্ভিদ রোপনের সম্ভাবনার কথা জানান তিনি। এমনকী বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘উত্তরপ্রদেশ’ শব্দটি যুক্ত থাকা জরুরি বলেও মন্তব্য করেন। এই বিশাল আয়োজনকে সফল করতে প্রশাসন এখন চূড়ান্ত পর্যায়ে সমস্ত কাজ খতিয়ে দেখছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.