সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেজ, গতিশীলতা এবং ইচ্ছাশক্তি এই তিনটি উপাদানই রয়েছে প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। তাই তিনি দেশের মূল্যবান সম্পদ। কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ফের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি, ভারতের অপারেশন সিঁদুরকেও আরও একবার কুর্নিশ জানিয়েছেন তিনি।
সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, “ঐক্যের শক্তি, স্পষ্ট যোগাযোগের কার্যকারিতা এবং সুগঠিত কূটনৈতিক চিন্তাভাবনা ভারতকে ক্রমেই সমৃদ্ধ করছে। সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে আমি এটা বুঝতে পেরেছি।” তাঁর সংযোজন, “প্রযুক্তি, বাণিজ্য এবং ঐতিহ্য এই তিনটি বিষয়ের উপর ভর করেই দেশ আরও এগিয়ে যাবে।” আপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে থারুর বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অভিযানের গুরুত্ব আমরা বিশ্বের সামনে উথ্থাপন করেছি। আর সেটা যথেষ্ট সফল হয়েছে।”
এই মুহূর্তে দলের মধ্যেই কোণঠাসা থারুর। মার্কিন মুলুকে অপারেশন সিঁদুরের জয়গান গেয়ে পবন খেরা, উদিত রাজ, জয়রাম রমেশের মতো নেতাদের খোঁচার মুখে পড়তে হয়েছে তাঁকে। শশী এআইসিসি সদস্য। কংগ্রেস সভাপতি পদে নির্বাচন লড়েছিলেন। এ হেন নেতা লাগাতার প্রকাশ্যে দলের অবস্থানের উলটো পথে গিয়ে মোদি সরকারকে সার্টিফিকেট দিয়েছেন, তাতে অস্বস্তিতে পড়েছে দল। তবে তিরুঅনন্তপুরমের সাংসদ এতদিন প্রকাশ্যে সেই মতবিরোধের কথা স্বীকার করতেন না। তাঁর দাবি ছিল, তিনি অপারেশন সিঁদুরের মতো ইস্যুতে সরকারের অবস্থানকে সমর্থন করছেন শুধু ভারতের নাগরিক হিসাবে, কংগ্রেস নেতা হিসাবে নয়। তবে সম্প্রতি তিনি বলেন, “দলের কারও কারও সঙ্গে আমার কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে। সেটা জনসমক্ষেই রয়েছে।” বলা বাহুল্য, তাঁর এই মন্তব্যের পর আরও অস্বস্তি বেড়েছে কংগ্রেসের অন্দরে। এই পরিস্থিতিতে ফের একবার প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন থারুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.