Advertisement
Advertisement
Prime Minister Modi

ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী! জুন মাসেই দক্ষিণবঙ্গে সভা?

তবে কবে, কোথায় তাঁর সভা হবে, তা এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি।

Prime Minister modi is coming to Bengal in june
Published by: Subhankar Patra
  • Posted:June 3, 2025 9:41 pm
  • Updated:June 3, 2025 9:55 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! এবার দক্ষিণবঙ্গে। সূত্র মারফত খবর এমনটাই। সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসেই বাংলায় ফের আসতে চলেছেন মোদি। তবে কবে, কোথায় তাঁর সভা হবে, তা এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি।

মে মাসের ২৯ তারিখ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি একটি জনসভা থেকে আগামী বিধানসভার দামামা বাজিয়ে দেন মোদি। সেখান থেকে বাংলার শাসকদলকে চাঁচাছোলা ভাষায়  আক্রমণ করেন তিনি। তারপরই দক্ষিণবঙ্গে তাঁকে আনতে চান বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে কবে, কোথায় তিনি সভা করবেন তা কিছুই জানা যায়নি।

আলিপুরদুয়ার থেকে বিজেপির নেতা-কর্মীদের ‘পেপটক’ দেন মোদি। মোদির সভার পরই কলকাতায় আসেন মোদির ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভা করেন। সেখানে বাংলার সরকারকে আক্রমণ করেন তিনি। এবার শোনা যাচ্ছে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিরোধীদের হাতে প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এসএসসি ২০১৬-র প্যানেল বাতিল। এছাড়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও গেরুয়া শিবিরের পালে হাওয়া দিয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো আছেই। অন্যদিকে শাসকদলের হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার থেকে একাধিক সামাজিক উন্নয়ন মূলক প্রকল্প। বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন ও সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তৃণমূলের প্লাস পয়েন্ট। ফের মোদির বাংলা সফরের খবর ভোটের দামামা বাজিয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement