সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দেশে সফরের দ্বিতীয় পর্যায়ে সদ্য স্পেনে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু খবরের শিরোনামে নতুন করে উঠে এল বার্লিন সফর। সৌজন্যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রধানমন্ত্রীর সামনে পশ্চিমি পোশাক পরে নেট দুনিয়ার বাসিন্দাদের সমালোচনার পাত্রী হলেন অভিনেত্রী।
[দেশে ধর্ষণের সমস্যার নয়া সমাধান বাতলালেন অক্ষয় কুমার]
বলিউডের তুলনায় ইদানীং হলিউডেই বেশি দেখতে পাওয়া যায় প্রিয়াঙ্কাকে। টেলিভিশন সিরিজ কোয়ান্টিকোর নতুন পর্বের শুটিং তো রয়েইছে। একই সঙ্গে রয়েছে হলিউড ছবি বেওয়াচের প্রচারের দায়িত্ব। সেই সূত্রেই বার্লিনে গিয়েছিলেন পিগি চপস। একই সময় বার্লিনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঘটনাচক্রে একই হোটেলে ছিলেন দু’জনে। অভিনেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতও সারেন প্রধানমন্ত্রী। কিন্তু এই সাক্ষাতেই বিপাকে প্রিয়াঙ্কা। কারণ তাঁর পোশাক। অস্ট্রেলিয়ার ডিজাইনার জিমারম্যানের পোশাক পরেছিলেন অভিনেত্রী। সাদা রঙের সেই ফ্লোরাস ড্রেস হাঁটুর খানিকটা উপরেই শেষ হয়ে গিয়েছে।
এই পোশাকের সৌজন্যেই সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তাঁর পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সামনে কী ধরনের পোশাক পরে বসতে হয়, তা কি অভিনেত্রীর জানা নেই? অনেকে আবার জানতে চেয়েছেন বিদেশে গিয়ে কি প্রিয়াঙ্কা নিজের দেশের সংস্কৃতি ভুলে গিয়েছেন?
U might be a good actress, but u could have dressed better when meeting PM !!
— Aman (@aman_r7)
Next time please show some sense and manners and wear something more appropriate. Not expected such demeanour.
— Wandering Soul (@DaOriginalSinna)
অবশ্য যাবতীয় বিতর্ক থেকে বহু মাইল দূরে প্রিয়াঙ্কা আপাতত বেওয়াচ ছবির প্রচার নিয়েই ব্যস্ত। প্রধানমন্ত্রীও পৌঁছে গিয়েছেন স্পেনে। সেখানে দুই দেশের অর্থনীতি ও বিদেশনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর।
Thank you for taking the time to meet me this morning Sir. Such a lovely coincidence to be in at the same time. 🙏🏼🇮🇳
— PRIYANKA (@priyankachopra)
[মিশরীয় মহিলাদের সম্পর্কে এই তথ্যটি জানলে অবাক হবেন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.