সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার মাটিতে গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় সরব হলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এই নৃশংসতার পরও কেন মোদি সরকারের চুপ করে রয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী। এই ঘটনায় প্রিয়াঙ্কাকে জবাব দিয়ে পালটা মুখ খুলল ইজরায়েল।
মঙ্গলবার গাজায় মৃতের সংখ্যা তুলে ধরার পাশাপাশি সাংবাদিক হত্যাকে ঘৃণ্য অপরাধ বলে উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, এই ঘটনায় চুপ করে থাকার অর্থ হামলাকারীদের উৎসাহ দেওয়া যা আরও বড় অপরাধ। এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, ‘ইজরায়েল গাজার মাটিতে গণহত্যা চালাচ্ছে। ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। যার মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু। খেতে না দিয়ে শয়ে শয়ে মানুষকে হত্যা করা হয়েছে। যার বেশিরভাগই শিশু। আরও লক্ষাধিক মানুষকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এত কিছুর পরও নীরব ও নিষ্ক্রিয় থাকার অর্থ এই অপরাধকে সমর্থন দেওয়া।’ এরপর মোদি সরকারের সমালোচনায় সরব হয়ে প্রিয়াঙ্কা লেখেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয় যে প্যালেস্টাইনের মানুষের উপর ইজরায়েল এমন নারকীয় অপরাধ চালিয়ে যাওয়ার পরও ভারত সরকার মুখ বুজে দাঁড়িয়ে রয়েছে।’
The Israeli state is committing genocide. It has murdered over 60,000 people, 18,430 of whom were children.
It has starved hundreds to death including many children and is threatening to starve millions.
Enabling these crimes by silence and inaction is a crime in itself.
It…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi)
আরও একটি পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘৫ জন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হল প্যালেস্টাইনের মাটিতে। ইজরায়েল এই নৃশংসতা ও ঘৃণার মাধ্যমে সত্যের পক্ষে দাঁড়ানো দুর্জয় সাহসকে দমাতে পারবে না। বর্তমান পৃথিবীতে সংবাদমাধ্যম যেখানে ক্ষমতার দাস হয়ে উঠেছে সেখানে এইসব সাহসী ব্যক্তিরা আমাদের সত্যিকারের সাহসি সাংবাদিকতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ওনাদের আত্মা শান্তি পাক।’
এদিকে প্রিয়াঙ্কার মন্তব্যের পালটা তোপ দেগেছে ইজরায়েল। ইজরায়েল দূতাবাসের রাষ্ট্রদূত রিউভেন আজার জানান, মৃত্যুর পরিসংখ্যান নিয়ে যে প্রতারণা করা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। ইজরায়েল ২৫ হাজার হামাস জঙ্গিকে খতম করেছে। এবং যে সব সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে তার জন্য হামাস দায়ী। সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। গণহত্যার দাবি খারিজ করে একইসঙ্গে তিনি জানান, ইজরায়েল গাজায় ২০ লক্ষ টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে। হামাস যে পরিসংখ্যান দিচ্ছে তা বিশ্বাস না করার আর্জি জানান রিউভেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.