সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইবোন মানেই বছরভর খুনসুটি আর ঝগড়াঝাঁটি। কিন্তু রাখিবন্ধন মানে সব লড়াইয়ের সন্ধি। ভাই বোনের মধ্যে ঝগড়া মিটিয়ে কেবলই ভালবাসার উদযাপন। এই মিষ্টি দিনে নেটদুনিয়ার নজর কাড়ল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর পোস্ট। একে অপরকে ভালোবাসা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ভাই-বোন। অন্যদিকে, দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন। সেই উপলক্ষেই নিজেদের ছোটবেলার বেশ কয়েকটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রিয়াঙ্কা। কোনওটায় দেখা যাচ্ছে, বাবার সঙ্গে সময় কাটাচ্ছেন ছোট্ট ভাইবোন। কোনওটায় আবার দাদা রাহুলের সঙ্গে খেলায় মেতে খুদে প্রিয়াঙ্কা। লোকসভার বিরোধী দলনেতার ‘বড়বেলা’র ছবিও পোস্ট করতে ভোলেননি প্রিয়াঙ্কা। রাখিবন্ধনের দিনে তাঁর বার্তা, “ভাইবোনের সম্পর্কটা হল এমন একটা বাগান যেখানে ভালোবাসা আর সম্মান দিয়ে প্রচুর ফুল ফোটে। কঠিন সময়ে ভাইবোন একে অপরের পাশে থাকে, একসঙ্গে প্রচুর স্মৃতিও তৈরি করে।”
भाई-बहन का रिश्ता उस फुलवारी की तरह होता है जिसमें सम्मान, प्रेम और आपसी समझदारी की बुनियाद पर अलग-अलग रंगों वाली यादें, संग के किस्से-कहानियाँ व दोस्ती को और गहरा करने का संकल्प फलता-फूलता है।
भाई-बहन संघर्ष के साथी होते हैं, स्मृतियों के हमराही भी और संगवारी के खेवैया भी।…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi)
প্রিয়াঙ্কার এই মিষ্টি বার্তার পরে সোশাল মিডিয়ায় রাখিবন্ধনের শুভেচ্ছা জানান রাহুলও। বোনের সঙ্গে ছবি দিয়ে তাঁর বার্তা, “ভাইবোনের ভালোবাসা অটুট। একে অপরকে রক্ষা করার মাধ্যমে এই সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠুক। দেশবাসীকে জানাই রাখিবন্ধনের প্রীতি ও শুভেচ্ছা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশের সমস্ত ভাইবোনকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানাই। এই উৎসবের দিনে আপনাদের সম্পর্ক আরও মধুর হোক, জীবনে শান্তি-সমৃদ্ধি নিয়ে আসুক।”
समस्त देशवासियों को भाई-बहन के असीम स्नेह के प्रतीक पर्व रक्षाबंधन की ढेरों शुभकामनाएं। यह पावन पर्व आप सभी के रिश्तों में नई मिठास और जीवन में सुख, समृद्धि एवं सौभाग्य लेकर आए।
— Narendra Modi (@narendramodi)
भाई-बहन के अटूट प्रेम एवं स्नेह के पर्व, रक्षाबंधन की सभी देशवासियों को बहुत-बहुत बधाई और शुभकामनाएं।
रक्षा का यह सूत्र आपके इस पावन रिश्ते को सदैव मजबूती के साथ जोड़े रहे।
— Rahul Gandhi (@RahulGandhi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.