প্রণব সরকার, আগরতলা: দিকে দিকে আগমনির আবহ। বঙ্গভূমে দেবী আরাধনার সুর চড়া। তবে বাংলার বাইরেও নানা প্রান্তে দুর্গাপুজোর ছড়াছড়ি। উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরায় এবছর পুজোর সংখ্যা বেড়েছে। বাঙালির সেরা উৎসবে ঐতিহ্যের ছোঁয়ার পাশাপাশি থিমেরও প্রাধান্য দেখা গিয়েছে। সেখানে পহেলগাঁও হামলা থেকে নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভর ভারতের মতো থিম উঠে এসেছে মণ্ডপে মণ্ডপে। সেসবের বাজেটও বেশি। আসুন, একনজরে দেখে নেওয়া যাক ত্রিপুরার কয়েকটি পুজোমণ্ডপ।
এবছরের ত্রিপুরার দুর্গাপূজায় নতুন অভিনবত্ব এসেছে। থিমের পাশাপাশি পুজা উদ্যোক্তারা জোর দিয়েছেন নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার উপর। আগরতলা শহরের বনেদি ক্লাব লাল বাহাদুরের থিম এবার ‘আত্মনির্ভর ত্রিপুরা’। সবাইকে চমক দিয়েছে এই মণ্ডপ। বসতি থিম গড়ে তোলা হয়েছে। যেখানে দেখানো হয়েছে ত্রিপুরাতে বসতির গড়ে তোলার সব পরিবেশেই রয়েছে। বাইরের রাজ্যের কোনও সাহায্য না পেলেও চলে। ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশবান্ধব উপায়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে। যার বাজেট ৪০ লক্ষ টাকা।
পহেলগাঁও জঙ্গি হামলাকে থিম করে তৈরি হয়েছে আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের মণ্ডপ। দেওয়া হয়েছে শহিদদের ছবিও। কীভাবে হামলা চালানো হয়েছিল, পাক জঙ্গিদের সঙ্গে কথোপকথনের দৃশ্য – সবই তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। এবারের শহরের অন্যতম ক্লাব চিত্তরঞ্জন ক্লাবের থিম লালকেল্লা। এখানেও তুলে ধরা হয়েছে শহিদদের ছবি। জনতার ভিড় প্রচুর এখানে।
একইভাবে আরও এক বড় বাজেটের পুজো প্রান্ত ক্লাবের থিম নারীর ক্ষমতায়ন। ‘আমি সেই নারী’ শীর্ষক প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। শহরের আরেক সংগঠন মডার্ন ক্লাবেরও থিম নারী শক্তি। এবছর পঞ্চমী থেকেই ত্রিপুরায় পুজো উদ্বোধনের পর মণ্ডপগুলিতে ভিড় দেখা গিয়েছে। ষষ্ঠীতে কিছুটা বৃষ্টি হলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। ফলে ভিড়ের ছবিটা এখনও একইরকম।
ত্রিপুরা দুর্গাপূজা ঠিক কবে থেকে শুরু হয়েছিল, তা নিয়ে ভিন্ন মত রয়েছে। রাজ পরিবারের সদস্য তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের মতে, রাজন্য শাসন থেকে ত্রিপুরায় দুর্গোৎসবের প্রচলন রয়েছে। দুর্গা বাড়িতে আজও রাজ আমলের দু’হাতের দেবী দুর্গা পূজিত হন। রাজন্য শাসন থেকে চলে আসা দুর্গা বাড়ির দুর্গোৎসবের সম্পূর্ণ ব্যয়ভার বহন করে রাজ্য সরকার। যে পুজোতে দেবী দুর্গাকে ‘গার্ড অফ অনার’ প্রদর্শন করা হয়। এবছর ত্রিপুরার দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। জনজাতি এলাকাতেও ব্যাপক হারে পুজো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.