Advertisement
Advertisement
EPFO

চলতি অর্থবর্ষের সুদের হার ঘোষণা করল EPFO, স্বস্তি পাবেন চাকুরিজীবীরা?

কেন্দ্র জানিয়েছে , শীঘ্রই ৭ কোটি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে ২০২৪-২৫ অর্থবর্ষের সুদের টাকা ক্রেডিট করে দেওয়া হবে।

Provident Fund Body EPFO Retains 8.25% Interest For FY25
Published by: Subhajit Mandal
  • Posted:May 24, 2025 6:48 pm
  • Updated:May 24, 2025 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর বাড়ছে না ইপিএফের সুদের হার। মূল্যবৃদ্ধির বাজারেও সুদের হার বাড়াল না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এ বছরও ৮.২৫ শতাংশ সুদ পাবেন চাকুরিজীবীরা। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।

Advertisement

শনিবার শ্রমমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, ২-২৪-২৫ অর্থবর্ষে সুদের হার থাকছে ৮.২৫ শতাংশ। তার আগের অর্থবর্ষেও ইপিএফে সুদের হার ছিল ৮.২৫ শতাংশ। কেন্দ্র জানিয়েছে শীঘ্রই ৭ কোটি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে ২০২৪-২৫ অর্থবর্ষের সুদের টাকা ক্রেডিট করে দেওয়া হবে।বস্তুত ইপিএফও সাধারণত অন্যান্য স্বল্প সঞ্চয় স্কিমের তুলনায় সুদ বেশি দেয়। সেকারণেই অবসর পরবর্তী জীবনের জন্য অন্যতম ভরসা এই ইপিএফও। কিন্তু ২০২২ সালের পর থেকে ইপিএফওর সুদের হারও উদ্বেগজনকভাবে কম।

অতীতে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সবচেয়ে কম ছিল ১৯৭৭-৭৮ সালে। ওই সময় সুদ ছিল ৮ শতাংশ। এরপর ২০২১-২২ অর্থবর্ষে মেলা ৮.১০ শতাংশ সুদের হার ছিল সর্বনিম্ন। যদিও পরের দুবছরে তা বাড়ানো হয় ০.১৫ শতাংশ। এ বছর নতুন করে আর সুদ বাড়ানো হল না। স্বাভাবিকভাবেই কর্মীদের প্রত্যাশা পূরণ হয়নি। লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি লেগেই চলেছে। শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে হু হু করে। তার মাঝে ইপিএফে সুদের হার বাড়তে পারে, এমনটাই প্রত্যাশা ছিল চাকরিজীবীদের। কিন্তু ইপিএফও কর্তৃপক্ষ সে পথে হাঁটল না। তবে ইপিএফওর দাবি, সুদ না বাড়লেও গত কয়েক বছরে ইপিএফওতে অন্যান্য একাধিক সুবিধা বেড়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement