Advertisement
Advertisement
Yogi Adityanath

গোরক্ষপুরে ‘জনতা দর্শন’-এ ২০০ অভিযোগ শুনলেন যোগী, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

'জনতা দর্শন'-এ জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে।

Public grievances should be resolved immediately; procrastination will not be tolerated Says Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:June 22, 2025 6:00 pm
  • Updated:June 22, 2025 6:00 pm  

হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: যোগী আদিত্যনাথের নিজের এলাকা গোরক্ষপুর। রবিবার সেখানে ‘জনতা দর্শন’ কর্মসূচিতে ২০০ জন মানুষের অভাব-অভিযোগের কথা শুনলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জনতার আবেদন সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলিতে পাঠিয়ে যোগীর কড়া নির্দেশ, কাজ ফেলা রাখা যাবে না। দ্রুত সমস্যার সমাধান করতে হবে। 

এদিন ‘জনতা দর্শন’-এ জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছিল। যার পর গরিব সাধারণ নাগরিকদের জমি দখলমুক্ত করা এবং জমিমাফিয়া তথা দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন যোগী। অনেকে আবার চিকিৎসা সংক্রান্ত সাহায্য চান। তাঁদের জন্য সরকারি সাহায্য নিশ্চিত করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। চিকিৎসা খরচ হিসাব করে দ্রুত সাহায্যের নির্দেশও দেন তিনি। হুইলচেয়ারে যোগীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এক ব্যক্তি। তাঁর পরিস্থিতি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। আশ্বস্ত করেন, টাকার অভাবে তাঁর চিকিৎসায় বাঁধা পড়বে না।

এর আগে রবিবার সকালে ঐতিহ্য মেনে গোরক্ষনাথের মন্দিরে প্রার্থনা করেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি নিজের গুরু মহন্ত অভেদ্যনাথের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। মন্দির প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের সঙ্গে অনেকটা সময় কাটান যোগী। তাদের পঠনপাঠনের বিষয়ে খবর নেন। পড়ুয়াদের চকোলেট উপহার দেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement