প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের একটি উচ্চবিত্ত আবাসনে কুরিয়ার ডেলিভারি বয় হিসাবে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণ! অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার পুলিশের তরফে এই খবর জানানো হয়।
গত বুধবার সন্ধ্যায় কুরিয়ার সার্ভিস সংস্থার ডেলিভারি বয় সেজে তরুণীর ফ্ল্যাটে এসেছিলেন অভিযুক্ত ব্যাক্তি। এরপরই ওটিপির জন্য মোবাইল তরুণী ঘরে ঢুকতেই পিছন পিছন ভিতরে ঢুকে পড়েন অভিযুক্তও। এরপরই জোর করে দরজা বন্ধ করে কুকর্ম সেরে পালিয়ে যান অভিযুক্ত। অভিযোগ, ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন ওই যুবক। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এরপরেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও পুরো বিষয়টি এখনও তদন্তের পর্যায়ে রয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে সেলফি তুলেছিলেন অভিযুক্ত। এমনকী তিনি লিখে যান- “আবার আসব”।
অভিযোগ সামনে আসতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্য ও আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছিল। জোন ফাইভের ডেপুটি পুলিশ সুপার রাজকুমার শিন্দে জানিয়েছিলেন, অভিযুক্তকে ধরতে মোট ১০টি টিম গঠন করা হয়েছিল। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.