আপ বিধায়ক রমণ অরোরা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার পাঞ্জাবের শাসকদল ‘আম আদমি পার্টি’র বিধায়ক রমণ অরোরা। গত বৃহস্পতিবার অভিযুক্ত এই বিধায়ককে গ্রেপ্তার করেছে ভিজিল্যান্স ব্যুরো। সম্প্রতি জলন্ধর সেন্ট্রাল বিধানসভা আসনের এই বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। এই ঘটনার পর দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
জানা যাচ্ছে, সুখদেব বশিষ্ঠ নামে পুরসভার এক আধিকারিকের সঙ্গে মিলে সাধারণ মানুষের থেকে বেআইনিভাবে টাকা আদায় করতেন অভিযুক্ত এই বিধায়ক। পুরসভার প্ল্যানিং কমিশনের শীর্ষ এই আধিকারিক স্থানীয় বাসিন্দাদের ভুয়ো নোটিস জারি করতেন। এরপর ওই বাসিন্দাদের থেকে বেআইনিভাবে টাকা আদায় করতেন। এই দুর্নীতি চালানোর জন্য সুখদেবকে পুরসভার গুরুত্বপূর্ণ পদে বসান অভিযুক্ত ওই বিধায়ক। দিনের পর দিন ধরে চলা এই কুকীর্তি নজরে আসার পর সুখদেবকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে উঠে আসে রমণ অরোরার নাম।
রমণ অরোরাকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই। দিন দশেক আগে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বহু নথিপত্র নিয়ে যান তদন্তকারীরা। রমণের নিরাপত্তা প্রত্যাহার করা হয় সরকারের তরফে। এর পরই অনুমান করা হচ্ছিল হয়ত গ্রেপ্তার করা হতে পারে অভিযুক্ত বিধায়ককে। অবশেষে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। পাঞ্জাব সরকারের তরফে জানা যাচ্ছে, শুধু সুখদেব ও রমণ নন, আরও একাধিক সরকারি কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে এভাবে ভুয়ো নোটিস জারি করে টাকা তুলছিল অভিযুক্তরা।
এই গ্রেপ্তারির পর সোশাল মিডিয়ায় পাঞ্জাবের আম আদমি পার্টির তরফে লেখা হয়েছে, ‘দুর্নীতির বিরুদ্ধে ভগবন্ত মান সরকারের বড় পদক্ষেপ। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকী আপের ভিতরেও না। জাল নোটিস, তোলাবাজির অভিযোগে ভিজিল্যান্স অভিযানে গ্রেপ্তার রমণ অরোরা। একেই বলে সরকারের স্বচ্ছতা।’ পাশাপাশি এই ঘটনার পর সোশাল মিডিয়ায় ভিডিওবার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, “দুর্নীতিগ্রস্তদের কোনও ক্ষমা নেই। এবিষয়ে আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট, কেউ যদি দুর্নীতিতে লিপ্ত হয় সে আমাদের ঘরের ভেতর হোক বা বাইরে কাউকে রেহাত করা হবে না। কড়া আইনি পদক্ষেপ নেব আমরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.