Advertisement
Advertisement
Bhagwant Mann

‘এক দেশ, এক স্বামী?’ বিজেপির অপারেশন সিঁদুর নিয়ে প্রচারকে কটাক্ষ ভগবন্ত মানের

বিজেপি 'সিঁদুর'কে হাসির খোরাক বানিয়ে ছেড়েছে, মন্তব্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর।

Punjab CM Bhagwant Mann's Bizarre Remark On Operation Sindoor
Published by: Kishore Ghosh
  • Posted:June 3, 2025 5:02 pm
  • Updated:June 3, 2025 5:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরকে হাসির খোরাক বানিয়ে ছেড়েছে বিজেপি। এবার কী ‘এক দেশ, এক স্বামী’ প্রকল্পের সাক্ষী হবে দেশ? এই ভাষাতেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান।

Advertisement

দেশজুড়ে নিচুতলার বিজেপি নেতারা তো বটেই, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত অপারেশন সিঁদুর নিয়ে প্রচার চালাচ্ছেন। ‘রক্ত নয়, শরীরে সিঁদুর বইছে’, এমন মন্তব্যও করেছেন মোদি। লুধিয়ানায় পুননির্বাচনের আগে মঙ্গলবার সংবাদমাধ্যমকে মান বলেন, “অপারেশন সিঁদুরের নামে ভোট ভিক্ষে করছে বিজেপি। এরা ‘সিঁদুর’কে হাসির খোরাক বানিয়ে ছেড়েছে। বাড়ি বাড়ি সিঁদুর পাঠাচ্ছে। আপনারা কি মোদির নামে সিঁদুর পাঠাচ্ছেন? এটা কী এক দেশ, এক স্বামী প্রকল্প?”

পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয়কে হত্যার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। রীতিমতো ঘোষণা দিয়ে অপারেশন সিঁদুরে নরেন্দ্র মোদি সরকারের সাফল্যের প্রচার চালাচ্ছে বিজেপি। এর মধ্যেই কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রচারের অংশ হিসাবে বাড়িতে বাড়িতে ‘সিঁদুর’ পাঠাবে গেরুয়া শিবির। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো এই প্রতিবেদনকে ভুয়ো বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বঙ্গসফরেও মোদির ভাষণে ঘুরেফিরে এসেছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার সাফল্য নিয়ে ‘ঢাক পেটানো’ মোদিকে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “অপারেশন সিঁদুর নাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে এবিষয়ে এখনি কিছু বলব না। বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা যখন দেশের হয়ে গলা ফাটাচ্ছে। তখন নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন বিজেপিরই লোক। আগে চাওয়ালা। তারপর চৌকিদার। আর এখন বলছেন সিঁদুর বেচবেন। মা, বোনের সিঁদুর এভাবে বেচা যায় না। প্রত্যেক মহিলা তাঁর স্বামীর হাত থেকে সিঁদুর নেন। এমনভাবে বলছেন মোদি যেন আপনি সকলের স্বামী। মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?” কার্যত একই ঢঙে মোদিকে আক্রমণ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ