Advertisement
Advertisement
জন্মদিন

করোনার কবলে ২ বছরের শিশু, হাসপাতালেই জন্মদিন পালন খুদের

শিশুর জন্মদিন পালনে আনন্দে বানভাসি তার পরিবার।

Punjab Doctor celibrate a 2 years old`s birthday in Hospital

ছবি: প্রতীকী

Published by: Sucheta Chakrabarty
  • Posted:April 5, 2020 3:52 pm
  • Updated:April 5, 2020 6:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত এক ২ বছরের ক্ষুদের জন্মদিন পালন করলেন পাঞ্জাবের চিকিৎসকরা। করোনা যে তার রঙীন শৈশব থেকে কোনও রঙ কেড়ে নিতে পারেনি সেটা বোঝাতেই এই উদ্যোগ চিকিৎসকদের। সতর্কতা বজায় রেখে খুদের সঙ্গে মজায় মাতলেন হাসপাতালের কর্মীরাও।

Advertisement

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস যে ঠিক কি তা জানে না করোনায় আক্রান্ত এই দুই বছরের ছোট্ট প্রাণটি। জীবনের সবথেকে রঙীন শৈশবের বেশ কয়েকটা দিন তাঁকে কাটাতে হচ্ছে হাসপাতালের আইসোলেশন, বেড, সামাজিক দূরত্বের মধ্যে। তবে করোনার করাল থাবা যে তার থেকে প্রাণশক্তি ও আনন্দকে কেড়ে নিতে পারবে না তার জানান দিলেন চিকিৎসকরা। পাঞ্জাবের শহিদ ভগৎ সিং নগরের একটি হাসপাতালে ভরতি রয়েছেন এই শিশুটি। সেখানেই চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের একটি বিশেষ দল তার জন্মদিনের আয়োজন করেন। শিশুটি তার দাদুর থেকে সংক্রমিত হয়। তার দাদুই পাঞ্জাবের প্রথম আক্রান্ত ব্যক্তি ছিলেন যিনি করোনায় আক্রান্ত হয়ে মারাও যান। সত্তরোর্দ্ধ সেই ব্যক্তির সংস্পর্ষে আসা ২৭ জনই করোনায় সংক্রমিত হন, বাদ যায়নি এই শিশুটিও। এই দুই বছরের খুদের সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে হাসাপাতালে ভরতি তার পরিবারের ১৪ জন সদস্য। এই হাসপাতালের চিকিৎসক হরবিন্দর সিং জানান, হাসাপাতালের এক কর্মী শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় খুদের জন্মদিনের কথা জানতে পারেন। তারপর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিলে তার জন্মদিনের আয়োজন করেন। লকডাউন থাকায় শিশুটির জন্য আমরা কেউ কেকের আয়োজন করতে পারিনি। তবে তার জন্য চকোলেট ও একটি জামা কিনে আনেন হাসপাতালের চিকিৎসকরা।

[আরও পড়ুন:‘সময় থাকতে ভাবা হয়নি’, প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যাচ্ছে না তৃণমূল!]

চিকিৎসক জানান শিশুটির মায়ের জন্য ওটা খুবই আবেগঘন মুহুর্ত ছিল যখন তাদের একরত্তি সন্তানের জন্য আমাদের চিকিৎসকরা উপহার নিয়ে আসেন। আনন্দে, কান্নায় বানভাসি অবস্থা হয় খুদের মায়ের। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, গোটা পরিবারটি করোনার জেরে হতাশায় ভেঙে পড়েছিল কিন্তু শিশুটির আনন্দ তাদের জীবনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়।

[আরও পড়ুন:‘তবলিঘি জামাতের সদস্যদের গুলি করে মারা উচিত’, দাবি রাজ ঠাকরের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ