Advertisement
Advertisement
Punjab

পাঞ্জাবের থানায় খলিস্তানি হামলা, চার্জশিট বব্বর খালসার ১১ জঙ্গির বিরুদ্ধে

অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

Punjab NIA sbumit chargsheet in special court
Published by: Anustup Roy Barman
  • Posted:October 5, 2025 8:16 pm
  • Updated:October 5, 2025 8:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে বসে ভারতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা! ২০২৫ সালের এপ্রিল মাসে কিলা লাল সিং থানায় আরপিজি নিয়ে আক্রমণ করে বব্বর খালসা ইন্টারন্যাশনাল। ওই নাশকতার ঘটনায় চার্জশিট পেশ করল এনআইএ। ১১ জনের বিরুদ্ধে মোহালিতে এনআইএ-র বিশেষ আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা।

Advertisement

ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর বিভিন্ন ধারায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তাদের বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র আইন, এবং বিস্ফোরক আইনেও মামলা করা হয়েছে। এই ঘটনায় আরও ১১ জন অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।

এপ্রিল মাসের নাশকতার দায় স্বীকার করে বব্বর খালসা ইন্টারন্যাশনালের বিদেশে থাকা জঙ্গি হরপ্রীত সিং, মন্নু আগওয়ান এবং গুরপ্রীত সিং। মে মাসে পাঞ্জাব পুলিশের হাত থেকে এই মামলা যায় এনআইএ-র হাতে। তাঁদের তদন্তে জানা যায়, এই ষড়যন্ত্রটি বিদেশে থাকা সন্ত্রাসবাদীরা পরিচালনা করে। দাবি করা হয়, ভারতে থাকা নিজেদের পরিবারকে কাজে লাগিয়ে তারা এই হামলা চালায়। সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঞ্জাবের যুবকদের জঙ্গি সংগঠনে যুক্ত করার চেষ্টা করা হয় বলেও জানা গিয়েছে।

অন্যান্য ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের জন্য এনআইএ ১৯৩(৯) ধারায় তদন্ত চালাচ্ছে। অভিযুক্ত হরপ্রীত অমৃতসরের বাসিন্দা। একের পর এক অপরাধে গ্রেপ্তারি এড়াতে প্রথমে ভারত থেকে ব্রিটেনে পালায় হরপ্রীত। এরপর সেখান থেকে অবৈধভাবে প্রবেশ করে আমেরিকাতে। অবশেষে আমেরিকার মাটিতে তাকে গ্রেপ্তার করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ