ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় সাফল্য পাঞ্জাব পুলিশের। রাজ্যের মোহালিতে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হল ৩ জঙ্গিকে। এই ৩ জন পাঞ্জাবের খলিস্তানি সংগঠন বব্বর খালসার সদস্য বলে জানা গিয়েছে। অপরাধীরা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত বলেও জানা গিয়েছে। সীমান্তের ওপার থেকে আসা নির্দেশ মেনে পাঞ্জাব ও হরিয়ানায় একাধিক নাশকতা ঘটানোর অভিযোগ রয়েছে এই জঙ্গিদের বিরুদ্ধে।
পুলিশের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মোহালিতে অভিযান চালায় পাটিয়ালা কাউন্টার ইন্টেলিজেন্স ও স্পেশাল অপারেশন সেল। তখনই গ্রেপ্তার করা হয় এই তিনজনকে। পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব জানান, বিদেশে বসে থাকা হ্যান্ডেলার তরফে এই জঙ্গিদের অর্থ ও যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হত। ওই আধিকারিক বলেন, গ্রিসে বব্বর খালসা ইন্টারন্যাশনালের মনু আগওয়ান ও মালয়েশিয়ার মনিন্দর বিল্লা ছিল এদের মাথা। খলিস্তানি জঙ্গিদের এই মডিউল পাক জঙ্গি হরবিন্দর সিং রিদ্দা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশ কাজ করত।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া এই তিন জঙ্গির বিরুদ্ধে গত ১ এপ্রিল পাটিয়ালার বাদশাহপুর ও ৬ এপ্রিল হরিয়ানার আজিমগড়ে পুলিশ পোস্টে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। গ্রেপতারির সময়ে এই জঙ্গিদের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড, একটি .৩০ বোর ও একটি .৩২ বোরের পিস্তল উদ্ধার হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাক আইএসআই সমর্থিত বব্বর খালসা পাঞ্জাবে তাদের শক্তি বাড়াতে শুরু করেছে। পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল গত ২৫ জুন এই জঙ্গি সংগঠনের এক নতুন মডিউলের খোঁজ পায়। এরপর পুলিশ অমৃতসর থেকে তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে একজন নাবালকও ছিল। জঙ্গিদের কাছ থেকে ২টি হ্যান্ড গ্রেনেড, ১টি গ্লক পিস্তল এবং অন্যান্য বিস্ফোরক উদ্ধার করা হয়। এই মডিউলটি পরিচালনা করছিল আমেরিকার বব্বর খালসা জঙ্গি নিশান সিং এবং পাকিস্তানের জঙ্গি হরবিন্দর রিন্দা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.