Advertisement
Advertisement
Puri Stampede

‘ব্যর্থ সরকার’, পুরীতে পদপিষ্টের ঘটনায় বিজেপিকে তোপ নবীনের, ‘চরম অব্যবস্থা’, বললেন খাড়গে

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Puri Stampede: Mallikarjun Kharge and Naveen Patnaik slam BJP
Published by: Subhodeep Mullick
  • Posted:June 29, 2025 4:39 pm
  • Updated:June 29, 2025 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীতে জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের সামনে পদপিষ্টের ঘটনায় এবার সরাসরি ওড়িশার বিজেপি সরকারকে তোপ দাগলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বলেন, “সরকারের ব্যর্থতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।” পাশাপাশি, ঘটনার কড়া নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে নবীন লেখেন, ‘রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটল। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন। সরকারের অযোগ্যতার কারণেই এই মর্মান্তিক ঘটনা। তাই এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনাই আমি করি।’

এই ঘটনার কড়া নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পুরীতে পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন। শুক্রবারের পর রবিবার ফের এধরনের ঘটনা ঘটল। চরম অব্যবস্থার জন্যই এই ঘটেছে। এত বড় উৎসবে ভিড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে।’

রবিবার ভোর সাড়ে চারটে থেকেই গুন্ডিচা মন্দিরের কাছে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা। রীতি অনুযায়ী, আজই প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার কথা। তার আগে প্রভু জগন্নাথদেবকে রথে আসীন অবস্থায় দেখার জন্যই হাজার হাজার মানুষ সংকীর্ণ পরিসরে জমায়েত করেন। ওই পরিস্থিতিতে মন্দিরের কাছে রীতি পালনের সামগ্রী ভর্তি গাড়ি এসে পৌছলে হুড়োহুড়ি শুরু হয়। ভেঙে যায় ভিড় নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যারিকেড। তারপরই পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩ পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এর আগে গত শুক্রবারও রথযাত্রার সময় পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকী সময়মতো রথ পৌঁছতে না পারায় যাত্রা স্থগিতও করে দিতে হয়। রবিবার ভোরে ফের একবার অঘটন ঘটল। 

এসবের মধ্যে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন। জগন্নাথ ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাঁর বক্তব্য, “আমি এবং আমার সরকার জগন্নাথ ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রভু জগন্নাথদেব স্বজনহারাদের এই দুঃখ সহ্য করার শক্তি দিক। এই ধরনের গাফিলতি সহ্য করা যায় না। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। দোষীরা শাস্তি পাবেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ