সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান বিভ্রাট! যান্ত্রিক ত্রুটির জেরে আহমেদাবাদে জরুরি অবতরণ করল কাতার এয়ারওয়েজের একটি হংকংগামী বিমান। তবে উড়ানটিতে কতজন যাত্রী ছিল, তা জানা য়ায়নি। কিন্তু ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
জানা গিয়েছে, মঙ্গলবার বেলায় বিমানটি দোহা থেকে হংকং-এর উদ্দেশে রওনা দিয়েছিল।কিন্তু উড়ানের পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপরই নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করা হয় আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরে দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ জরুরি অবতরণ করে। তারপরই বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’দের বিমান থেকে নামানো হয়। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।
কাতার এয়ারওয়েজের তরফ একটি বিবৃতিতে জানানো হয়েছে, কিউআর ৮১৬ বিমানটি দোহা থেকে হংকং-এর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝআকাশে উড়ানটি আচমকা যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। তারপরই সেটিকে আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.