সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি কটাক্ষ করে বলেন, রাফালের আলোচনা ছেড়ে সংসদ থেকে পালিয়েছেন প্রধানমন্ত্রী। ছাত্ররা যেন তাঁর কাছে চারটি প্রশ্ন করে। টুইট করে নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি।
বৃহস্পতিবার টুইট করে রাহুল গান্ধী লেখেন, “রাফালের খোলা বই সামনে রেখে সংসদ থেকে পালালেন প্রধানমন্ত্রী। পঞ্জাবের লাভলি বিশ্ববিদ্যালয়ে আজ লেকচার দিতে গিয়েছেন। ছাত্রদের কাছে তাঁর আবেদন, প্রধানমন্ত্রীর কাছে আমার চারটি প্রশ্ন তুলবেন।” বুধবার রাহুল গান্ধী টুইট করে রাফালে নিয়ে প্রধানমন্ত্রীকে চারটি প্রশ্ন করেন। যার নাম দেওয়া হয় রাফালে পরীক্ষার প্রশ্নপত্র। জানান, বৃহস্পতিবার সংসদে তিনি প্রধানমন্ত্রীর কাছে চারটি প্রশ্ন রাখবেন। টুইটারে প্রশ্নগুলো লিখেও দেন তিনি। প্রথম প্রশ্ন ছিল, ১২৬টি যুদ্ধবিমানের বদলে ৩৬টি বিমান কেন কেনা হল? দ্বিতীয় প্রশ্ন, ৫৬০ কোটির বদলে কেন প্রত্যেক বিমান ১৬০০ কোটি টাকায় কেনা হল? চার নম্বর প্রশ্নে লেখেন, হ্যালের পরিবর্তে কেন অনিল আম্বানিকে রাফালের বরাত পাইয়ে দেওয়া হল? তিন নম্বর প্রশ্নটি প্রথমে বাদ রেখেছিলেন কংগ্রেস সভাপতি। পরে আরেকটি টুইট করে জুড়ে দেন তিনি। রাহুল লেখেন, স্পিকার ম্যাডাম বলেছেন, গোয়া টেপ নিয়ে কোনও কথা সংসদে না তুলতে। কিন্তু মানুষের স্বার্থে এই প্রশ্ন তুলতেই হল। রাফাল চুক্তির সব ফাইল নিজের বেডরুমে কেন রেখে দিয়েছেন মনোহর পারিক্কর? কী আছে সেই ফাইলে ?
রাহুলের এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে বলেন, “ক্লাসরুমে ফেল করে বাইরে থেকে আওয়াজ তুলছেন।” বিজেপি নেতা জিভিএল নরসিমা রাও কটাক্ষ করেন রাহুলকে। তিনি টুইটে লেখেন, “সরকার রাফাল পরীক্ষায় সসম্মানে পাশ করে গিয়েছে। আপনার মা শ্রীমতি গান্ধী ও ক্রিশ্চিয়ান আঙ্কেলকে আগে সামলান। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি ঘুষের কথা স্বীকার করে নিয়েছেন। এবার কে কত টাকা লুট করেছে, সেটা সামনে চলে আসার সময় হয়েছে।” অগাস্টা কেলেঙ্কারির সঙ্গে বোফর্স ও ন্যাশনাল হেরাল্ডের মতো ইস্যু সামনে এনে গতকাল কংগ্রেসকে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, “একবার হলে সেটা হঠাৎ হয়ে গিয়েছে। দুবার হলে সেটা সমাপতন। কিন্তু তিনবার হলে তা ষড়যন্ত্র।”
The nation wants to know, will PM NoMo pass this ‘entire’ corruption analysis?
— Congress (@INCIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.