Advertisement
Advertisement
Rahul Gandhi

‘মোদিকে বেলুনের মতো ফুলিয়েছে মিডিয়া, আদপে দম নেই’, বিস্ফোরক রাহুল

দলিত, প্রান্তিকদের অগ্রাধিকারের পক্ষে সওয়াল রাহুলের।

Rahul Gandhi attack Narendra Modi, says PM is all show
Published by: Amit Kumar Das
  • Posted:July 25, 2025 6:14 pm
  • Updated:July 25, 2025 6:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আদপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও দম (সাহস) নেই। ওনাকে বেলুনের মতো ফুলিয়েছে দেশের সংবাদমাধ্যম।’ শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয় রাহুলের আরও দাবি, তিনি একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই প্রেক্ষিতেই তাঁর এমনটা মনে হয়েছে বলে দাবি।

Advertisement

দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ওবিসি সম্প্রদায়ের উদ্দেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাহুল জনগণের উদ্দেশে প্রশ্ন ছোড়েন, ”দেশের সবচেয়ে বড় সমস্যা কী?” ও প্রান্ত থেকে কেউ একজন বলে ওঠেন, ”নরেন্দ্র মোদি”। এর পালটা রাহুল বলেন, “নরেন্দ্র মোদি কোনও বড় সমস্যা নয়। সংবাদমাধ্যমের তরফে ওনাকে নিয়ে শুধুমাত্র বেলুন ফোলানো হয়েছে। আমি একাধিকবার ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। একসঙ্গে বসে কথা বলেছি। আমার যা মনে হয়েছে, ওনার (নরেন্দ্র মোদি) সমস্তটাই লোক দেখানো। ওঁকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তবে ওনার কোনও দম (সাহস) নেই।” রাহুলের এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। যদিও বিজেপির তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

শুধু তাই নয়, এই সভা থেকে দেশের আমলাতন্ত্রের প্রতিনিধিত্বে দেশের প্রান্তিক অনগ্রসরদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন রাহুল। বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই দলিত, অনগ্রসর শ্রেণি, আদিবাসী এবং সংখ্যালঘু। বাজেট পেশের আগে সরকার যখন হালুয়া বিতরণ করছিল সেখানে ওই ৯০ শতাংশের কোনও প্রতিনিধি ছিলেন না। রাহুলের কথায়, “হালুয়াটা আপনারা তৈরি করছেন, কিন্তু ওরা খাচ্ছে। আমরা বলছি না যে ওরা হালুয়া খাবে না, কিন্তু অন্তত আপনাদেরও তো কিছুটা পাওয়া উচিত।”

এর পাশাপাশি ইংরেজি ভাষা নিয়েও বিজেপিকে তোপ দেগে বলেন, “ওরা বলছে দেশ থেকে ইংরেজি মুছে দেবে। কিন্তু আপনি জিজ্ঞাসা করুন ওরা কোথায় ইংরেজি মুছতে চায়? ওদের সন্তানরা কোথায় পড়াশুনো করে? হিন্দি মাধ্যমে নাকি ইংরেজি মাধ্যমে? তারা কি লন্ডন-আমেরিকায় হিন্দিতে পড়াশুনো করে? আঞ্চলিক ভাষা যেমন গুরুত্বপূর্ণ তেমন ইংরেজিও গুরুত্বপূর্ণ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ