Advertisement
Advertisement
Rahul Gandhi

‘রাম কাল্পনিক চরিত্র’, রাহুলের মন্তব্যে বিতর্ক, বিজেপি বলল, ‘হিন্দুবিরোধী’

রাম ঐতিহাসিক চরিত্র নাকি কাল্পনিক, সে নিয়ে বিবাদ দীর্ঘদিনের।

Rahul Gandhi calls Lord Ram 'mythological'

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 4, 2025 2:25 pm
  • Updated:May 4, 2025 2:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হিন্দুত্ব বিতর্ক রাহুল গান্ধী। এবার বিজেপির অভিযোগ, ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করেছেন তিনি। বিদেশ সফরে গিয়ে রামচন্দ্রকে কাল্পনিক চরিত্র বলে উল্লেখ করেছেন রাহুল। যা হিন্দু বিরোধী আচরণ।

Advertisement

সম্প্রতি আমেরিকা সফরে যান রাহুল। সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় তাঁকে বলতে শোনা যায়, “আমাদের সব ধর্মীয় কাল্পনিক কাহিনীও যেমন ভগবান রাম, ছিলেন দয়ালু, ক্ষমাশীল, স্নেহশীল। বিজেপি যেটাকে হিন্দুত্ব বলে সেটাকে আমি হিন্দুত্বের ধারণা বলে মনেই করি না। আমার মতে হিন্দুত্বের ধারণা অনেক বেশি বৈচিত্রের। অনেক বেশি সহনশীল এবং অনেকবেশি গ্রহণযোগ্য।” রাহুল বলেন, “আমাদের দেশের সব রাজ্যের মানুষ, সব শ্রেণির মানুষ হিন্দুত্বের এই ধারণাকেই আত্মস্থ করেছেন। সেটাকেই লালন করেন।”

রাহুলের এই ধর্ম দর্শনের ওই ‘কাল্পনিক’ শব্দটিতেই আপত্তি বিজেপির। গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কংগ্রেস নেতার সেই বক্তব্যের ভিডিও পোস্ট করে দাবি করলেন, “কংগ্রেস রাষ্ট্রদ্রোহী। কংগ্রেস রামদ্রোহী। রাহুল গান্ধী রামকে ধর্মীয় চরিত্র বলেছেন। অর্থাৎ কাল্পনিক চরিত্র বলছেন। এঁরা রামমন্দিরেও বিরোধিতা করেছিল। রামের অস্তিত্বই এরা বিশ্বাস করে না।” কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও মন্তব্য এখনও করা হয়নি।

রাম ঐতিহাসিক চরিত্র নাকি কাল্পনিক, সে নিয়ে বিবাদ দীর্ঘদিনের। সে নিয়ে বিতর্ক চলতেই পারে। কিন্তু রামচন্দ্রের সঙ্গে হিন্দুদের একটা বড় অংশের আবেগ জড়িয়ে। রাহুলের এই মন্তব্যকে হাতিহার করে সেই আবেগেই শান দিতে চাইছে বিজেপি। যা বিহার নির্বাচনে সুবিধা দিতে পারে গেরুয়া শিবিরকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ