ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত অরুণ জেটলিকে পাঠিয়ে ভয় দেখাতে চেয়েছিল বিজেপি! আজব দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার একটি অনুষ্ঠানে রাহুল বলেন, কৃষি আইনের বিরুদ্ধে যখন তিনি প্রতিবাদ করছিলেন সেই সময়ে অরুণ জেটলি তাঁকে কার্যত হুমকি দেন। কিন্তু দিনক্ষণ বলছে, ২০১৯ সালের জুন মাসে জেটলি প্রয়াত হন। আর কেন্দ্র কৃষি বিল আনে ২০২০ সালের জুন মাসে।
শনিবার দিল্লিতে রাহুল বলেন, “মনে পড়ে যখন আমি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম, তখন অরুণ জেটলিজিকে আমার কাছে পাঠানো হয়েছিল। তিনি আমাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তুমি যদি সরকারের বিরোধিতা করতে থাক, কৃষি আইনের প্রতিবাদ কর, তাহলে তোমার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। আমি তাঁর দিকে তাকিয়ে বলেছিলাম, আপনার বোধহয় ধারণা নেই আপনি কার সঙ্গে কথা বলছেন।” রাহুলের এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র।
| Delhi: At the Annual Legal Conclave- 2025, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, “I remember when I was fighting the farm laws, Arun Jaitley ji was sent to me to threaten me. He told me “if you carry on opposing the govt, fighting the farm laws, we will have…
— ANI (@ANI)
তারপরেই প্রশ্ন ওঠে কংগ্রেস সাংসদের ‘মিথ্যাচার’ নিয়ে। কারণ দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৯ সালের ২৪ আগস্ট দিল্লি এইমসে প্রয়াত হন প্রাক্তন অর্থমন্ত্রী জেটলি। তারও প্রায় বছরখানেক পরে ২০২০ সালের জুন মাসে সংসদে পেশ হয় বিতর্কিত কৃষি বিল। পরে ওই বছরের সেপ্টেম্বর মাসে বিল পাশ হয়ে তৈরি হয় কৃষি আইন। স্বভাবতই প্রশ্ন উঠছে, মৃত্যুর পর জেটলি কী করে কৃষি আইন নিয়ে রাহুলের সঙ্গে কথা বলতে পারেন?
গোটা ঘটনায় রাহুলকে তুলোধোনা করেছেন অরুণের পুত্র রোহন জেটলি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রথমত, মতপার্থক্য থাকলেও আমার বাবা কাউকে হুমকি দিতেন না। রাহুল গান্ধীকে মনে করিয়ে দিতে চাই আমার বাবা প্রয়াত হন ২০১৯ সালে আর কৃষি আইন পেশ হয় ২০২০ সালে। আমার বাবা প্রকৃত অর্থে গণতান্ত্রিক ছিলেন, মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতেন। প্রয়াত ব্যক্তিকে শান্তিতে থাকতে দিন, এটাই বলতে চাই।’ নেটিজেনদের অধিকাংশের মতে, রাহুলের বিরুদ্ধে অবিলম্বে মানহানির মামলা দায়ের করা উচিৎ।
Rahul Gandhi now claims my late father, Arun Jaitley, threatened him over the farm laws.
Let me remind him, my father passed away in 2019. The farm laws were introduced in 2020. More importantly, it was not in my father’s nature to threaten anyone over an opposing view. He was a…— Rohan Jaitley (@rohanjaitley)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.