Advertisement
Advertisement
Rahul Gandhi

বিদেশ সফরের নিরাপত্তাবিধি মানছেন না রাহুল গান্ধী! অভিযোগে চিঠি সিআরপিএফের

কংগ্রেস সাংসদ বিদেশ সফরের কথা জানাচ্ছেন না বলে অভিযোগ CRPF-এর।

'Rahul Gandhi Not Following Security Protocol': CRPF writs on Foreign Trips
Published by: Kishore Ghosh
  • Posted:September 11, 2025 7:26 pm
  • Updated:September 12, 2025 2:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ সফরে গিয়ে আপনি নিরাপত্তা বিষয়ক প্রটোকল বা বিধি মানছেন না, অভিযোগ জানিয়ে কংগ্রেস সংসদ রাহুল গান্ধীকে চিঠি লিখল সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (সিআরপিএফ)। উল্লেখ্য, সিআরপিএফ-ই রাহুলের ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বিষয়টি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও জানানো হয়েছে।

Advertisement

রাহুল এবং খাড়গেকে চিঠি লিখেছেন সিআরপিএফের ভিভিআইপি নিরাপত্তা বিষয়ক প্রধান সুনীল জুনে। তিনি অভিযোগ করেছেন, নিরাপত্তার ঘেরাটোপকে গুরুত্ব দিচ্ছেন না রাহুল। এমনকী অধিকাংশ ক্ষেত্রেই নিরাপত্তা বাহিনীকে না জানিয়েই বিদেশে সফরে যাচ্ছেন। ওই বিদেশ সফরগুলির উদাহরণও দিয়েছেন তিনি। যেমন, ইটালি (৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি), ভিয়েতনাম (১২ থেকে ১৭ মার্চ), দুবাই (১৭ থেকে ২৩ এপ্রিল), কাতার (১১ থেকে ১৮ জুন), লন্ডন (২৫ জুন থেকে ৬ জুলাই) এবং মালোয়েশিয়া (৪ থেকে ৮ সেপ্টেম্বর)। সিআরপিএফ হলুদ বইতে রায় বরেলির সাংসদের নিরাপত্তা নিয়ম ভাঙার বিষয়টি লিপিবদ্ধ হয়েছে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জেড প্লাস নিরাপত্তা পান। যা ভারতে একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ৫৫ জন নিরাপত্তা কর্মী থাকেন তাঁর নিরাপত্তার দায়িত্বে। জেড প্লাস নিরাপত্তায় ভিভিআইপি ব্যক্তি কোনও সফরে যাওয়ার আগে স্থানীয় প্রশাসনকে আগেভাগে সতর্ক করা হয়। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে ২০২২ সালে রাহুল গান্ধীকে নিয়ে একই অভিযোগে চিঠি লিখেছিল সিআরপিএফ। সেবার বাহিনীর অভিযোগ ছিল, দু’বছরে ১১৩ বার নিরাপত্তা প্রটোকল ভেঙেছেন কংগ্রেস নেতা। এবারের চিঠি নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেননি রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ