এক্স থেকে সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বোমা ফাটালেন রাহুল গান্ধী! এবার ভোটার তালিকায় ‘মৃত’ ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার ভিডিও পোস্ট করেছেন তিনি। এহেন ‘কারচুপি’র জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সোনিয়া তনয়। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু কখনও ‘মৃত ব্যক্তি’দের সঙ্গে চা খাওয়ার সুযোগ পাইনি। ধন্যবাদ নির্বাচন কমিশন, এই অনন্য অভিজ্ঞতার জন্য।’
বুধবার পোস্ট করা ভিডিওতে রাহুলকে এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় দেখা গিয়েছে যাঁরা দাবি করেছেন, ভোটার তালিকায় তাঁরা মৃত। রাহুলকেও বলতে শোনা যায়, ‘নির্বাচন কমিশন আপনাদের মেরে ফেলেছে।’ রাহুলের প্রশ্নের উত্তরে তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, “একটি পঞ্চায়েতেই প্রায় ৫০টি এমন ঘটনা রয়েছে। ভোটার তালিকায় আমাদের মৃত দেখানো হয়েছে।”
ওই ভোটাররা অভিযোগ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদবের বিধানসভায় বহু জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানোর লিখিত প্রমাণ রয়েছে। সুপ্রিম কোর্টে প্রায় ছ’ঘন্টা দাঁড়িয়ে থেকে নিজেদের ভোটাধিকার সুরক্ষিত করেছেন বলে জানিয়েছেন তাঁরা।
রাহুলের অভিযোগ নির্বাচন কমিশন এই ধরনের ঘটনার কোনও তথ্য দেয়নি। কেউ কেউ জানিয়েছেন, বিহারের প্রত্যন্ত অঞ্চল থেকে তাঁরা এসেছেন এই ঘটনাগুলি সকলের সামনে তুলে ধরতে। তাদের আবেদন সকল নেতারা যেন একত্রিত হয়ে ‘বিহারকে বাঁচায়’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.