Advertisement
Advertisement
Rahul Gandhi

‘আমাদের ইস্তেহার কেমন?’ জনমত চাইলেন রাহুল, ‘পাকিস্তানের উপযুক্ত’, খোঁচা বিজেপির

রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী।

Rahul Gandhi seeks feedback from people on Congress manifesto
Published by: Amit Kumar Das
  • Posted:April 7, 2024 9:54 pm
  • Updated:April 7, 2024 9:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে গত শুক্রবার ইস্তেহার প্রকাশ করেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস (Congress)। দলের নেতাদের তরফে এই ইস্তেহারকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হলেও বিজেপির (BJP) কটাক্ষ, পাকিস্তানের (Pakistan) নির্বাচনের জন্য উপযুক্ত এই ইস্তেহার। এহেন পরিস্থিতির মাঝেই ইস্তেহার নিয়ে মানুষের মতামত চাইলেন বিদায়ী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Advertisement

রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী। যেখানে তিনি বলেন, “নমস্কার। এখন রাত্রি ১২ টা বাজে। আমার টিম আমায় বলেছে উদ্যমের সঙ্গে এই ভিডিও করতে। এখন আমি তেলেঙ্গানা থেকে দিল্লিতে পা রেখেছি। দলের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান ছিল। অনেক মানুষ এসেছিলেন। বহু মানুষ বলেছেন এই ইস্তেহার ঐতিহাসিক।” এর পরই রাহুল বলেন, “আপনাদের জন্য আমাদের এই ইস্তেহার। আপনাদের পরামর্শেই আমাদের এই ইস্তেহার। তাই আপনাদের আমি ধন্যবাদ দিতে চাই। আমি চাই, ভালো হোক বা মন্দ, আপনাদের মতামত আমায় জানান, ইমেলে বা মেসেজে।”

[আরও পড়ুন: ‘এবারও অসফল হলে ব্রেক নিন রাহুল’, পরিবারবাদ নিয়েও কংগ্রেসকে সতর্ক করলেন পিকে]

এই ভিডিওর সঙ্গেই ক্যাপশনে রাহুল লেখেন, “গত রাতে ১২.৩০ নাগাদ ভিডিওটি আমি বানিয়েছিলাম। কিন্তু আমার দলের সদস্যরা বললেন, ভিডিওটি পোস্ট করার জন্য বড্ড দেরি হয়ে গিয়েছে। যদিও আমি মনে করি ভিডিওটি এখনও প্রাসঙ্গিক। তাই পোস্ট করলাম। কংগ্রেসের ইস্তেহার দেশের প্রতিটি মানুষের কণ্ঠস্বর।” নিজের মেল আইডিও সঙ্গে দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। যা হল, [email protected]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

উল্লেখ্য, গত ৫ এপ্রিল শুক্রবার ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। ইস্তেহারের মূল থিম পাঁচ ন্যায়। মহিলাদের জন্য ন্যায়, তরুণদের জন্য ন্যায়, কৃষকদের জন্য ন্যায়, শ্রমিক জন্য ন্যায় এবং সামাজিক ন্যায়। এই পাঁচ ন্যায়ের অধীনে মোট ২৫টি গ্যারান্টির কথা বলছে হাত শিবির। এই ২৫ গ্যারান্টির মধ্যে রয়েছে শিক্ষানবিশের অধিকার, এমএসপি-র জন্য আইনি গ্যারান্টি, এসসি, এসটি এবং ওবিসি-র জন্য সংরক্ষণের ৫০ শতাংশের সীমা বাড়ানোর জন্য একটি সাংবিধানিক সংশোধনী পাশ করা, দেশব্যাপী জাতিগণনা এবং অগ্নিপথ প্রকল্প বাতিল করার প্রতিশ্রুতি।

[আরও পড়ুন: কাশ্মীরে জোট শিকেয়, আবদুল্লাদের সঙ্গে সংঘাত জিইয়ে অনন্তনাগে প্রার্থী মেহবুবা]

যদিও কংগ্রেসের ইস্তেহারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘পাকিস্তানের নির্বাচনের জন্য ইস্তেহার তৈরি করেছে কংগ্রেস।’ সম্প্রতি এই ইস্তেহারকে কটাক্ষ করেছেন খোদ নরেন্দ্র মোদিও। তিনি বলেন, “স্বাধীনতার সময় মুসলিম লিগ যে চিন্তাভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারে সেই ধরনের চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement