Advertisement
Advertisement
Jyoti Malhotra

রাহুলের পাশে ‘পাক চর’ জ্যোতি! কংগ্রেস সাংসদের সঙ্গে ছবি ভাইরাল হতেই হইচই

কিন্তু সত্যিটা আসলে কী?

Rahul Gandhi seen with Jyoti Malhotra? Here's the truth behind the viral photo

রাহুল গান্ধীর সঙ্গে ‘পাক চর’ জ্যোতি মালহোত্রার একটি নকল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:May 25, 2025 5:48 pm
  • Updated:May 25, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভুয়ো খবরে ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম। এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে ‘পাক চর’ জ্যোতি মালহোত্রার একটি নকল ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সমাজমাধ্যম। একজন লিখেছেন, ‘এটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার। প্রত্যেক দেশবিরোধীর সঙ্গেই রাহুলকে দেখা যায়!’

Advertisement

কিন্তু সত্যিটা আসলে কী? জানা যাচ্ছে, ২০১৭ সালে ছবিটি প্রথম তোলা হয়। তবে রাহুলের পাশে ছিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী অদিতি সিং। সেই ছবিটিকেই বিকৃত করে অদিতির জায়গায় জ্যোতির মুখ বসানো হয়েছে। এমনকী অদিতির শাড়ি, পিছনে যে যুবক দাঁড়িয়ে ছিল সব কিছুকেই অপরিবর্তিত রাখা হয়েছে। শুধুমাত্র অদিতির মুখের জায়গায় প্রযুক্তিগত কৌশলে ধৃত ইউটিউবারের মুখ বসানো হয়েছে। তারপরই ইচ্ছাকৃতভাবে তা ভাইরাল করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন অদিতি। বর্তমানে তিনি রায় বারেলি সদরের সাংসদ।

রাহুলের পাশে প্রাক্তন কংগ্রেস নেত্রী অদিতি সিং।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি। বর্তমানে তিনি হরিয়ানা পুলিশের হেফাজতে রয়েছেন। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।

দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। এবং পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।     

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ