ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ কটাক্ষের নিন্দায় সরব গোটা দেশ। বিজেপির ‘বিভেদমূলক’ রাজনীতির প্রতিবাদে সরব হলেন রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডেল তিনি লিখেছেন, “যারা বিভেদের বিষে অন্ধ হয়ে গিয়েছেন তাঁরা সেনা, কৃষক কাউকে দেখতে পায় না। খাঁকি উর্দির প্রতি তাঁদের কোনও সম্মান নেই।”
সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হয় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি কর্মীদের। একইসঙ্গে সন্দেশখালির ১২ জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়। পরে অবশ্য কলকাতা হাই কোর্টের অনুমতিতে সন্দেশখালি ঢোকেন শুভেন্দু এবং শংকর। ধামাখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় ইনটালিজেন্স ব্রাঞ্চে স্পেশ্যাল সুপার জশপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। অভিযোগের আঙুল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক অগ্নিমিত্রা পলের দিকে। এই কটাক্ষের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ।
নিন্দা করে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী লেখেন, “রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি যে ঘৃণার বীজ বুনেছিল তা গোটা দেশে ছড়িয়েছে পড়েছে। যারা বিভেদের বিষে অন্ধ হয়ে গিয়েছেন তাঁরা সেনা, কৃষক কাউকে দেখতে পায় না। খাঁকি উর্দির প্রতি তাঁদের কোনও সম্মান নেই।” শেষে তাঁর সংযোজন, “গোটা দেশ আইপিএস জশপ্রীত সিংয়ের সঙ্গে রয়েছে।”শুধু রাহুল নন, পাঞ্জাবের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা সুখজিন্দর সিং রণধওয়া, অকালি দলের শীর্ষনেতা বিক্রম সিং মাজিথিয়া এবার প্রতিবাদে সরব হয়েছে। একইসঙ্গে বিরোধিতায় সরব হয়েছেন বিশিষ্ট ক্রিকেট সমালোচক আয়াজ মেনন।
अपना ‘राजनीतिक बाज़ार’ सजाने के लिए भाजपा द्वारा की गई ‘नफरत की खेती’ का ज़हर समाज में फैल चुका है।
इस ज़हर से अंधे हो चुके लोग न किसान देख रहे हैं, न जवान और न ही खाकी का सम्मान।
देश IPS जसप्रीत सिंह के साथ है।
— Rahul Gandhi (@RahulGandhi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.