বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: আরও বিপাকে সোনিয়া গান্ধীর জামাই ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বঢরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও জমির নথি জালের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থাটি। এই জমি কেলেঙ্কারিতে প্রিয়াঙ্কার স্বামী প্রায় ৫১ কোটি টাকা মুনাফা তুলেছে বলে দাবি ইডির। এর সঙ্গে জড়িত রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা-সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী। জামাইবাবুর বিরুদ্ধে এই চার্জশিট নিয়ে পালটা সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
ইডি শিকোপুর জমি চুক্তি মামলায় বৃহস্পতিবার রবার্ট বঢরা ও আরও কয়েকজনের বিরুদ্ধে সাপলিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেইন্ট বা চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। ২০১৮ সালের সেপ্টেম্বরে রবার্ট বঢরা, তৎকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ এবং একজন প্রপার্টি ডিলারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, নথি জাল করা এবং প্রতারণার অভিযোগ রয়েছে। ইডি-র চার্জশিট অনুসারে, ২০০৮ সালে একটি আবাসন প্রকল্প তৈরির জন্য শিকোপুরে ৭.৫ কোটি টাকা দিয়ে ৩.৫৩ একর জমি কিনেছিল রবার্ট বঢরার মালিকানাধীন সংস্থা, ‘স্কাইলাইট হসপিটালিটি’। কিন্তু প্রকল্পটির কোনও কাজ হয়নি। পরে ওই জমিটি স্কাইলাইট হসপিটালিটি ৫৮ কোটি টাকায় বিক্রি করেছিল ডিএলএফকে।
ইডির দাবি, এর মধ্য দিয়ে বড় অঙ্কের তহবিল তছরুপ করেছিল রবার্টের সংস্থা। জমিটি বেচে যে বিরাট মুনাফা করেছিল স্কাইলাইট হসপিটালিটি, সেই অর্থ কোথা থেকে এল, সেই মানি ট্রেইলের সন্ধান করছে কেন্দ্রীয় সংস্থাটি।
জামাইবাবুর বিরুদ্ধে এই চার্জশিট নিয়ে পালটা সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলছেন, “এভাবে ১০ বছর ধরেই প্রতিহিংসার রাজনীতি চলছে। আমার জামাইবাবুর বিরুদ্ধে উইচ হান্টিং চলেছে।” রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমি প্রিয়াঙ্কা, রবার্ট ও ওদের বাচ্চাদের সঙ্গে আছি। আমার বিশ্বাস ওরা এই অপচেষ্টার বিরুদ্ধে লড়াই করার মতো দৃঢ়চেতা ও সাহসী। সত্য প্রকাশ্যে আসবেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.